SBI Franchise – স্টেট ব্যাংকের মাধ্যমে ঘরে বসে রোজগারের দারুন সুযোগ। মাসে মাসে মোটা টাকা আয় করুন।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI Franchise প্রোগ্রামের মাধ্যমে নিয়ে এলো রোজগার করার দারুন সুযোগ। যারা ব্যবসা (SBI Franchise Business Opportunities) করতে চান তাদের জন্য সুযোগ। এখন আপনারাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) সাথে ব্যবসা করতে পারবেন।
SBI Franchise Gives You Earning.
আপনি যদি আপনার অন্য পেশার পাশাপাশি ব্যবসা করে বেশি উপার্জন করতে চান তাহলে SBI এর সাথে শুরু করতে পারেন ব্যবসা। কম খরচে শুরু করতে পারবেন এই ব্যবসা। আর নিশ্চিত লাভের মুখ দেখতে পারবেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কী সেই ব্যবসা?
স্টেট ব্যাংকের ফ্রাঞ্চাইজি ব্যবসা
বর্তমানে ATM সংক্রান্ত ব্যবসার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যবসায় আপনারা প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা উপার্জন করতে পারবেন। এই SBI ATM এর ব্যবসা শুরু করবেন কিভাবে? আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ATM এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এই SBI Franchise নিয়ে ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে ATM কেবিনের কথা ভাবতে হবে, তার জন্যে আপনার 50 থেকে 80 বর্গফুট জায়গা থাকা উচিত।
স্টেট ব্যাংকের ফ্র্যাঞ্চাইজি (SBI Franchise) নেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে প্রথমে 2 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ রাখতে হবে আপনাকে। এ ছাড়াও আলাদা 3 লক্ষ টাকা দিতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। তবে এই সব টাকাই ফেরতযোগ্য। একবার ফ্র্যাঞ্চাইজি বন্ধ করার সিদ্ধান্ত নিলে আপনি এই টাকা ফেরত পেয়ে যাবেন। এবার আপনাদের মনে রাখতে হবে যে জায়গায় ATM বসানো হবে, তা যেন স্পষ্টভাবে রাস্তা থেকে দেখা যায়।
যাতে গ্রাহকদের ATM খুঁজতে কোনও অসুবিধা না হয়, এছাড়াও ঘরে বিদ্যুৎ সংযোগ রাখতে হবে।ব্যবসা শুরু করতে কী কী নথি লাগবে? SBI Franchise পেতে প্রথমেই নিজের পরিচয়পত্র দেখাতে হবে আবেদনকারীকে। সেই ক্ষেত্রে Aadhaar Card, Pan Card, Voter Card হবে তার প্রমাণের নথি। ঠিকানার প্রমাণ হিসাবে Ration Card, Electricity Bill দেখাতে হবে।
এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক, ছবি দেখাতে হবে আবেদনকারীকে। এখানেই শেষ হচ্ছে না জমা দেওয়ার নথি। এটিএম ফ্র্যাঞ্চাইজি পেতে ইমেল আইডি, GST Number ছাড়াও দিতে হবে ব্যাঙ্কের যাবতীয় বিবরণী। 80 হাজার টাকা ইনকাম করবেন কী করে? SBI ATM এর ফ্র্যাঞ্চাইজি নিলে প্রতি নগদের লেনদেনে 8 টাকা ও নগদবিহীন লেনদেনে 2 টাকা করে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার।
গ্যাস ডিলারদের ধর্মঘট। রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ। চরম দুর্ভোগের আশংকা সাধারণ মানুষের।
রোজগারের হিসাব
উদাহরণ হিসাবে ধরা যেতে পারে, আপনার ATM এ যদি প্রতিদিন 250 টি করে লেনদেন হয় তাহলে মাসে 45,000 টাকা আয় করতে পারবেন আপনারা। একইভাবে দিনে 500 লেনদেন হলে 88000 থেকে 90000 টাকা কমিশন বাবদ পাবেন আপনারা। যারা এই SBI Franchise নিতে চাইছেন তারা ব্যাঙ্কে গিয়ে যোগযোগ করুন।
Jan Dhan Yojana – জনধন একাউন্ট থাকলে কেন্দ্র সরকার দিচ্ছে 10,000 টাকা।