Scholarship After HS 2023 – উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর উচ্চশিক্ষার জন্য 4 টি স্কলারশিপ, পাবেন মোটা টাকা।
গত ২৪ মে (বুধবার) প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবার উচ্চশিক্ষার পথে পা বাড়ানো পালা। জেনে নিন Scholarship After HS যেগুলি আপনাকে উচ্চ শিক্ষায় সাহায্য করবে। শিক্ষার্থীরা তাদের পছন্দসই বিষয় নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও অনেক মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার সুযোগ পান না। বেশিভাগ ক্ষেত্রে একটাই কারণ থাকে, আর্থিক অস্বছলতা। এই সমস্যার সমাধানে ও পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে রইলো জনপ্রিয় সরকারি ও বেসরকারি স্কলারশিপ। আবেদন করলেই প্রদান করা হবে মাসিক বা বার্ষিক মোটা টাকা। Scholarship After HS তালিকা নিচে দেওয়া হল। বিস্তারিত জানতে হলে অবশ্যই পড়তে ভুলবেন সম্পূর্ণ প্রতিবেদনটি।
Scholarship After HS দেখুন তালিকা।
১) বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)– পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পাশে এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে।
পলিটেকনিক স্তরে- Scholarship After HS এ আবেদনকারীকে নূন্যতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।
বৃত্তির অঙ্ক- এই স্কলারশিপে আবেদন জানালে স্নাতক স্তরে প্রতি মাসে পাওয়া যাবে ১,০০০ টাকা করে। অর্থাৎ বছরে ১২,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এরজন্য কম্পিউটার বা ল্যাপটপে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট বা আবেদনের লিংক- https://svmcm.wbhed.gov.in/
এরপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং নথি আপলোড করতে হবে।
২) নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ-
রাজ্য সরকারের পক্ষ থেকে (মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বা WBCMO) রাজ্যের আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতে এই স্কলারশিপ চালু করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে করা যাবে আবেদন। আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে।
বৃত্তির অঙ্ক- এই স্কলারশিপে আবেদন জানালে আবেদনকারীদের ১০,০০০ টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Department of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’ 325, Sarat Chatterjee Road Howrah – 711102
মাধ্যমিকের পর এই স্কলারশিপে আবেদন জানালে পাবেন বার্ষিক 12000 টাকা, বিস্তারিত জেনে নিন।
৩) ওয়েসিস স্কলারশিপ-
এই স্কলারশিপে আবেদন জানাতে গেলে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের SC/ST/OBC ক্যাটাগরীর অন্তর্ভুক্ত হতো হবে।
বৃত্তির অঙ্ক- এই Scholarship After HS এ আবেদন জানালে পড়ুয়াদের বার্ষিক ৩ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদনের লিংক- oasis.gov.in
এরপর প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং নথিপত্র আপলোড করতে হবে।
৪) সীতারাম জিন্দাল স্কলারশিপ-
এটি একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬৫% নম্বর পেয়ে উত্তীর্ন হলে আবেদন জানাতে পারবেন। আবেদনকারী ছাত্র হলে তাকে কমপক্ষে ৭০% নম্বর পেয়ে উত্তীর্ন হতে হবে। আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক ৪ লাখ টাকার কম হতে হবে (চাকরীজীবি পরিবারের হলে) এবং অন্যান্য ক্ষেত্রে পারিবারিক আয় বার্ষিক ২.৫ লাখ টাকার কম হতে হবে।
পড়ুয়াদের জন্য দারুণ সুখবর, পড়াশোনার সব খরচ পাবেন এই স্কলারশিপে আবেদনের মাধ্যমে।
বৃত্তির অঙ্ক- আবেদনকারীরা এই স্কলারশিপের মাধ্যমে মাসিক ৫০০ টাকা করে পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের লিংক- https://www.sitaramjindalfoundation.org/
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।