ট্রেন্ডিং

Lakshmi Puja: কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪। পূর্ণিমা কখন শুরু? কোন সময়ে পুজোয় ‘লক্ষ্মীলাভ’

এখন দুর্গাপুজো আর এরপর সকলেই কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2024) নিয়ে প্রস্তুতি শুরু করে দেবে। কিন্তু আগের থেকে এই সকল দিনক্ষণ সম্পর্কে জেনে নিলে অবশেষে সকলের সুবিধা হবে তাহলে চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, সব পার্বণের মধ্যে সব থেকে বড় উৎসব হল দুর্গাপুজো, আজ হল মহাসপ্তমী।

Lakshmi Puja 2024 Date Tithi and Timing

আর 2 দিন পরই মা আবার ফিরে যাবেন শশুর বাড়ি। তখন মা দুর্গার বিদায় ঘন্টা বেজে গেলেও মা রেখে যাবেন তার মেয়েকে। কারণ দুর্গাপুজো শেষ হলেই তার দুই দিন পরই আছে শারদ পূর্ণিমার লক্ষ্মীপুজো (Lakshmi Puja). দশমীতে চোখের জলে মাকে বিদায় দিলেও তার দুই দিন পরই মায়ের মেয়েকে ঘরে আনার তোড়জোড় শুরু হয়ে যায় প্রতি বাঙালির ঘরে ঘরে।

Sharad Purnima 2024

প্রতি ঘরে ঘরে মহিলারা মা কোজাগরী লক্ষ্মীর আরাধোনায় মেতে ওঠে। প্রদীপ জ্বালিয়ে, আলপনা দিয়ে, নাড়ু- মুড়কি আরো বিভিন্ন ধরনের ভোগ সাজিয়ে মা লক্ষ্মীর পুজোয় মেতে ওঠেন বাড়ির লক্ষ্মীরা। চলতি বছর কবে লক্ষ্মীপুজো (Lakshmi Puja) আর শারদ পূর্ণিমা কখন লাগবে তা দেখে নিন। প্রতি বাঙালির ঘরে ঘরে বাড়ির মহিলারা কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করে থাকে।

শরদ পূর্ণিমা কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪

মূলত ধন, যশ খ্যাতি প্রাপ্তির জন্যে দেবী লক্ষ্মীর আরাধোনা করে থাকে মহিলারা। দুর্গাপূজার দুই দিন পরই হয় শারদ পূর্ণিমায় আশ্বিনের লক্ষ্মীপুজো। এই পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja). কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ শারদ পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর আরাধোনা করা হয়।

Indian Currency (ভারতীয় মুদ্রা)

লক্ষ্মীপুজোর তারিখ ও তিথি

2024 সালের কোজাগরী লক্ষ্মীপুজো এবার 16 ই অক্টোবর বুধবার। পূর্ণিমার তিথি 16 ই অক্টোবর থেকে পরেছে। 16 ই অক্টোবর সন্ধ্যা 7 টা 23 মিনিট 46 সেকেন্ডে পরেছে পূর্ণিমা। তিথি থাকবে 17 ই অক্টোবর সন্ধ্যা 5 টা 17 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এবার দুই দিন থাকছে লক্ষ্মীপুজো। লক্ষ্মীপুজোয় বাঙালির ঘরে ঘরে বিভিন্ন নিয়ম পালন করা হয়।

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর! ঋণ থেকে EMI-র সুদ কমতে চলেছে?

প্রতিটি বাড়ির নিয়ম আলাদা আলাদা। যেমন কেউ কলার ছড়া দিয়ে তৈরি করেন বানিজ্যিক তরী, পুজোর বেদিতে অনেক সোনা রূপো রেখে দেন। এই পুজোর আলপনাতে থাকে বিশেষ চিহ্ন। ধানের শিসে আকা হয় আলপনা। পূর্ণিমার রাত্রে দেবীর আরাধোনা করেন বাড়ির মহিলারা। পুজো শেষে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করেন মহিলারা। আর এই সময়ের মধ্যেই লক্ষ্মীপুজো (Lakshmi Puja) করলে পরিবারের কল্যাণ হয় বলেই মনে করেন অনেকে।Written by Ananya Chakraborty.

Related Articles