ব্যাবসা

Great Business Ideas: কম পুঁজিতে বেশি লাভের ব্যবসার আইডিয়া। পুজোর মরশুমে রমরমিয়ে চলবে

চাকরির বাজার খারাপ হওয়ায় বর্তমানে ছেলে মেয়েরা ব্যবসার (Great Business Ideas) দিকেই ঝুকছে নিজেদের স্বাবলম্বী করে তোলার জন্যে। তবে ব্যবসা শুরু করার আগেই প্রথমেই মূলধন (Capital Investment) নিয়ে চিন্তা করতে হয়। কারন মূলধন ছাড়া ব্যবসা হয় না। বড় বা ছোট যে কোন ব্যবসা করতে গেলে অল্প কিছু হলেও মূলধনের প্রয়োজন। তবে আমরা আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার (Business) ব্যাপারে আলোচনা করব যার জন্য লাগবে না কোনো মূলধন।

Start Great Business Ideas with Low Capital Investment for Diwali Festive Season

এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে মূলধন ছাড়া ব্যবসা (Great Business Ideas) করবেন কি করে? এমন কি ব্যবসার কথা আপনাদের বলব যা শুরু করতে কোনো মূলধন লাগবে না? এই ব্যবসার নাম হল Thrift Store. Thrift Store হল এমন একটি দোকান যেখানে পুরনো জামা কাপড়, আসবাবপত্র থেকে শুরু করে সব পুরনো জিনিস পাওয়া যায়। এই দোকান গুলো মূলত সেবার জন্যেই খোলা হয়।

বিনা পুঁজিতে ব্যবসার আইডিয়া

আমাদের প্রায় সব বাড়িতেই পুরনো জামা কাপড় জিনিস থাকে সেই জিনিসপত্র বিক্রি করার ব্যবসা (Great Business Ideas) এটি। আমাদের বাড়ির স্টোর রুমে এমন অনেক পুরনো জিনিসপত্র থাকে। অনেকেই আছেন যারা নতুন জিনিস কিনলে পুরনো জিনিস গুলো স্টোর রুমে রেখে দেয়। বর্তমানে এই সব পুরনো জিনিসপত্র গুলো বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে।

পুরনো জিনিস বিক্রির ব্যবসার আইডিয়া

অনেকেই আছেন এই সব পুরনো জিনিস কম দামে কেনেন বা কিনতে পছন্দ করেন। আর এই সব জিনিস পত্র কেনার জন্যে তারা যান দোকানে। এই ব্যবসা (Great Business Ideas) করতে লাগে না কোনো মূলধন। তবে এই ব্যবসায় নামার আগে ভালো মত স্টাডি করে নিতে হবে। এই ধরনের প্রশিক্ষণমূলক অনেক ভিডিও পাওয়া যায়। যাদের কাছ থেকে আপনারা এই ধরনের জিনিস নেবেন তাদের আগে ভালো মত বোঝাতে হবে।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি ঘোষণা)

পুরনো জিনিস বিক্রি করে যে লাভ হবে তার কিছু কমিশন দিতে হবে যারা কাছ থেকে আপনি পুরনো জিনিস নিয়ে এসেছেন। আপনি যদি চান তাহলে বাড়িতে বসেও বিনা মূলধনে এই ব্যবসা (Great Business Ideas) শুরু করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই ব্যবসা করা আরো সহজ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা এই সব পুরনো জিনিস পত্রের ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে পারবেন।

চাকরি না করলেও পেনশন পাবেন প্রতিমাসে! পুরুষ মহিলা সবার জন্য এই প্রকল্প

ফেসবুকে বিভিন্ন ধরনের পূরনো জিনিস বিক্রি করার গ্রুপ থেকে সেখানে আপনার জিনিস এর বিজ্ঞাপন দিয়ে ব্যবসা বাড়াতে পারবেন। আর কম পুঁজিতে আপনারা এই ব্যবসা করার মাধ্যমে ভালো পরিমাণ টাকা উপার্জন করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles