ব্যাবসা

প্রতিষ্ঠিত জনপ্রিয় কোম্পানী Amul franchisee নিয়ে মাসে 3 লাখ টাকা আয় করুন।

Amul franchisee করবেন সাথে করতে পারবেন চাকরিও। নিজের ব্যবসা শুরু করার ইচ্ছে প্রবল থাকলেই হবে। তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়তে ভুলবেন না। এই ব্যবসা আপনাকে বানাতে পারে কোটিপতি। প্রতি মাসে ৫ থেকে ৮ লাখ টাকা রোজগার করার সুযোগ এনে দেবে। আর কত পুঁজি লাগবে? সম্পূর্ণ বিষয়ে জানানো হচ্ছে। তবে ব্যবসা শুরু করার আগে মানতে হবে কয়েকটি শর্ত।

কিভাবে Amul franchisee ব্যবসা শুরু করবেন? বিস্তারিত জানুন।

ব্যবসার নাম- আমুলের ফ্র্যাঞ্চাইজি (Amul franchisee).
এই ব্যবসার সুবিধা হল এই কোম্পানি, নিজের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কোনো রয়্যালটি বা লাভ শেয়ারিং নেয় না। তবে আমুলের ফ্র্যাঞ্চাইজির কয়েকটি ভাগ রয়েছে। আমুল আউটলেট, আমুল রেলওয়ে পার্লার, আমুল কিয়স্ক এবং আমুল আইসক্রিম স্কুপিং পার্লার। এই ফ্র্যাঞ্চাইজির দোকানগুলির সাইজও আলাদা।

ব্যবসা করার নতুন আইডিয়া মাত্র 1 বছরেই লাখ লাখ টাকা আয় হবে।

Amul franchisee ব্যবসার কিছু সাধারণ শর্ত-
১) কোনো ব্যক্তি আমুল আউটলেট নিতে চাইলে ১৫০ বর্গফুট জায়গা থাকতে হবে।
২) আইসক্রিম পার্লার নিতে চান, ৩০০ বর্গফুট জায়গা থাকতে হবে।
৩) ধরা যাক, প্রধান সড়কে বা বাজারে একটি দোকান থাকতে হবে।

কত টাকা পুঁজি লাগবে?
একটি আমূল আউটলেট নিতে হলে অ-ফেরতযোগ্য নিরাপত্তা হিসাবে ২৫,০০০ টাকা দিতে হবে। দোকান মেন্টেন্সের জন্য লাগবে ১ লাখ টাকা এবং সরঞ্জামের জন্য অতিরিক্ত ৭৫ হাজার টাকা। অর্থাৎ মোট ২ লাখ টাকা খরচ হবে আর যদি আমুল আইসক্রিম পার্লার খুলতে চান তার জন্য আরো বেশি খরচ হবে। অ-ফেরতযোগ্য নিরাপত্তা হিসাবে ৫০,০০০ টাকা নেওয়া হবে। এছাড়া দোকান মেন্টেন্সের জন্য লাগবে ৪ লাখ টাকা এবং সরঞ্জামের জন্য ১.৫০ লাখ টাকা নেওয়া হবে৷

মাসিক কত টাকা লাভ হবে?
আউটলেটের জায়গা অনুযায়ী মাসিক আয় হবে। সঠিক জায়গায় দোকান থাকলে প্রতি মাসে কমপক্ষে ৫ থেকে ৮ লাখ টাকার পণ্য বিক্রি হতে পারে। এছাড়া অন্ন একটি সুবিধা হল কমিশনের ভিত্তিতে কোম্পানি পণ্য দিয়ে থাকে। সেই হিসেবে আউটলেটে রাখা দুধের পণ্যে ২.৫ থেকে ১০ শতাংশ কমিশন পাওয়া যাবে।

বাড়িতে বিনামূল্যে পোস্ট অফিস ও আধার সেবা কেন্দ্র খুলে সম্মান জনক রোজগার করুন।

আইসক্রিমে ২০ শতাংশ কমিশন দেওয়া হয়। এছাড়া আইসক্রিম পার্লারে থাকা অন্যান্য পণ্য যেমন, পিৎজা, স্যান্ডউইচ ও হট চকলেটে পাওয়া যাবে ৫০ শতাংশ কমিশন।
এই সম্পর্কে আরো বিশদে জানতে হলে আমূলের নিজস্ব ওয়েবসাইট ওপেন করে দেখে নিতে পারবেন।
ব্যবসা সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *