ব্যাবসা

Business – সামান্য টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই পাবেন অবিশ্বাস্য প্রফিট, বিশদে জানুন।

Business করার ইচ্ছে তো অনেকেরই থাকে। কিন্তু সেই ব্যবসার সম্পর্কে ধারণা থাকে না। আবার অনেক সময় ধারণা থাকলেও ব্যবসা শুরু করবে কিভাবে তা মাথায় থাকে না। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে চিন্তা একটাই থাকে, তা মুনাফাদায়ক হবে তো? আজকে এমন একটি ব্যবসা নিয়ে জানানো হবে, যা ভালো মুনাফা দিতে সক্ষম। আর পুঁজিও তেমন লাগবে না। তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

Business টি হল- স্ন্যাকস বা নমকিনের ব্যবসা।

বর্তমানে এই খাবারের চাহিদা খুব একটা কম নয়। বরং তুলনামূলকভাবে বেশ অনেকটাই। সকাল সন্ধ্যায় চা বা কফির সঙ্গে কিংবা এমনি খেতেও ক্রেতারা বেশ পছন্দ করেন এই জিনিস। আর যদি এই স্ন্যাকসের সঙ্গে হার্বস মিশিয়ে তৈরি করা যায়, তার চাহিদা আরো বেড়ে যায়।

একটু বুদ্ধি খাটিয়ে বিনা মূলধনে ঘরে বসে মোটা টাকা আয় করার 6টি সহজ উপায়।

একবার যদি এই জিনিস ভালো লেগে যায়। আর দামও বাজারে বিক্রি হওয়া অন্যান্য স্ন্যাকসের তুলনায় কম হয়। তাহলে পিছনে ফিরে দেখতে হবে না। তবে ব্যবসা শুরুর প্রথম দিকে এর দাম কম রাখতেই হবে যাতে সকল মানুষের কাছে তা পৌঁছে যেতে পারে। ধীরে ধীরে খাবারের গ্রহণযোগ্যতা অনুসারে দাম বাড়ানো যেতে পারে। একবার জনপ্রিয়তা বাড়লে ব্যবসাও ফুলে ফেঁপে উঠবে।

ব্যবসার জন্য প্রয়োজনীয় কাঁচামাল?
মোটামুটি বাড়িতে এই জিনিস অনেকেই তৈরি করতে জানেন। তবে এই Business শুরু করলে স্ন্যাকস তৈরি করতে যে কাঁচামালগুলো লাগবে, তা হল তেল, বেসন, ময়দা, লবণ, মশলা, চিনাবাদাম, মসুর ডাল, মুগ ডাল ইত্যাদি। এছাড়া বাজেট অনুসারে ১ থেকে ২ জন কর্মীও নিয়োগ করা যেতে পারে।

তাছাড়া স্ন্যাকস তৈরির জন্য মেশিন, মিক্সিং মেশিন, ফ্রায়ার মেশিন, প্যাকেজিং ও ওজন করার মেশিন ইত্যাদি লাগবে। আর যদি ব্যবসার জন্য কোনো ছোট দোকান বা কারখানা শুরু করতে চান, মোটামুটি ৩০০ বর্গফুট থেকে ৫০০ বর্গফুটের মত জায়গা কিনতে বা ভাড়া নিতে হবে। বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তার জন্য কমপক্ষে ৫-৮ কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ লাইন নিতে হবে। লাগবে সরকারি অনুমতিও। যেমন – ফুড লাইসেন্স, MSME রেজিস্ট্রেশন এবং GST রেজিস্ট্রেশন।

বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নেওয়ার মাধ্যমে প্রতিমাসে স্বনির্ভর হয়ে রোজগার করুন।

Business করতে কত টাকা পুঁজি লাগবে?
জায়গা ভাড়া বা ক্রয় করা বাদ দিয়ে কমপক্ষে ১.৫ লক্ষ টাকায় (মেশিনের দামের উপর ভিত্তি করে বাড়তে পারে) এই ব্যবসা শুরু করা যেতে পারে।
Business সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *