Business Plan – পুজোর আগে সুপারহিট ব্যবসার আইডিয়া। 50 শতাংশ মুনাফা নিশ্চিন্ত!
অসংখ্য বেকার যুবক যুবতীদের জন্য এসে গেল বড় সুখবর। এখন থেকে ব্যবসা (Stationary Business Plan) করেই প্রচুর টাকা উপার্জন করতে পারেন সকলেই। এর জন্য বিনিয়োগ (Small Investment Business) করতে হবে মাত্র ১০ হাজার টাকা। তবে একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে বিনিয়োগ করা টাকা উঠে আসবে এক মাসেই। শুনতে অবাক লাগলেও এমনটাই কিন্তু বাস্তব (Business). বর্তমানে প্রায় সকলেই যা আয় করেন তার থেকে তাদের যেন ব্যয়ই বেশি হয়ে যাচ্ছে।
Stationary Business Plan 2024.
তাই অনেকেই বিকল্প উপার্জনের পথ খুঁজছেন। এদের মধ্যে অনেকেই অতিরিক্ত টাকা রোজগারের জন্য ঘরোয়া কোনো ব্যবসা যদি শুরু করার কথা ভাবছেন। কিন্তু কি ব্যবসা (Business Plan) শুরু করবেন সেটি তারা এখনও বুঝতে পারছেন না। পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য সব থেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো মূলধন। অনেকের কাছে মূলধনের অভাব থাকায় তারা ব্যবসা শুরু করতে পারেন না। এবার তাদের জন্য এসে গেল বড়ো সুখবর।
পুজোর আগে নতুন ব্যবসার আইডিয়া
এখন থেকে স্বল্প মূলধনে শুরু করা যাবে ব্যবসা (Small Investment Business Plan) ধীরে ধীরে নানা নতুন ধরনের ব্যবসার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম। তবে বিভিন্ন নতুন ব্যবসা আসলেও স্টেশনারির ব্যবসা কিন্তু একটি লাভজনক ব্যবসা হতে পারে। মাত্র সামান্য কিছু অর্থ বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। যা থেকে প্রায় ৫০ শতাংশ লাভের আশা করা যেতে পারে। এখানে মূলত বলা হচ্ছে বই খাতা সংক্রান্ত স্টেশনারি ব্যবসা সম্পর্কে।
ব্যবসার আইডিয়া ২০২৪
সব সময়ই স্টেশনারি জিনিসপত্রের প্রচুর চাহিদা থাকে। তাই এই ব্যবসা থেকে মোটা টাকা আয় করা যেতে পারে। বর্তমানে স্টেশনারির ব্যবসা (Stationary Business Plan) থেকে প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে। ছোট শহর গুলোতে স্কুলের কাছাকাছি এলাকায় এই ব্যবসা খোলা যেতে পারে। এমনকী চাইলে স্কুলের বইও বিক্রি করতে পারেন। এতে ব্যবসার পরিধি আরও বাড়বে।
ষ্টেশনারী ব্যবসার সুযোগ
এক্ষেত্রে স্টেশনারি দোকানে (Business Plan) অবশ্যই পেন, পেন্সিল, A4 সাইজের কাগজ, নোট প্যাড ইত্যাদি জিনিস রাখতে হবে। পাশাপাশি, সেলো টেপ, আঠা, গ্রিটিং কার্ড, বিয়ের কার্ড, গিফট কার্ড ইত্যাদিও স্টেশনারি দোকানে রাখা যেতে পারে। তবে, স্টেশনারি দোকান খুলতে হলে প্রথমে ‘শপ অ্যান্ড এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট’ এর আওতায় রেজিস্ট্রেশন করতে হবে।
নতুন ব্যবসা শুরু করুন
একটি স্টেশনারি দোকান খুলতে ৩০০ থেকে ৪০০ স্কোয়ার মিটার জায়গার প্রয়োজন হবে। খুব কম বিনিয়োগেই এই ব্যবসা শুরু করা যায়। সব মিলিয়ে, একটি স্টেশনারি দোকান খুলতে প্রায় ১০ হাজার টাকার প্রয়োজন হবে৷ স্টেশনারি দোকান (New Business Plan) খোলার জন্য জায়গা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। মূলত বাজার এলাকা বা স্কুলের কাছে এই দোকান খোলা উচিত।
দুর্গাপুজোর আগে সেরা ব্যবসা
যদি দোকানে শুধুমাত্র ব্র্যান্ডেড প্রোডাক্টও বিক্রি করা হয়, সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ লাভ করা যেতে পারে। স্টেশনারি দোকানের জন্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য দোকানের নাম সহ ল্যান্ড বিল ছাপানো যেতে পারে। এছাড়াও, স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং কলেজে গিয়ে পড়ুয়াদের দোকান সম্পর্কে বলা যেতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ায়, অনলাইনেও (Online Business Plan) দোকানের বিজ্ঞাপন দিতে পারেন সকলে।
একাউন্ট বন্ধ হয়ে যাবে! PNB গ্রাহকদের ৩০শে জুনের আগে এই কাজ করার নির্দেশ
সেক্ষেত্রে তরুণ প্রজন্মের নজরে সহজেই এই দোকান (Startup Business Plan) চলে আসবে বলে মনে করা হয়। তাই ইচ্ছুক ব্যক্তিদের অতি দ্রুত এই ব্যবসা শুরু করে নিজেদের উপার্জনের ব্যবস্থা করা উচিত। আর পুজোর আগে এই ধরণের ব্যবসা আপনারা শুরু করে দিন আর ভালো টাকা উপার্জন করে নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Sampriti Bose.