আপনি কি কম বাজেটের মধ্যে একটা ভাল ফোন চাইছেন? তাহলে Vivo T4x 5G হতে পারে একটি ভালো চয়েস আপনার জন্য। বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে রীতিমত কর্তৃত্ব ফলাচ্ছে অপো ও ভিভো। এই দুটি ব্র্যান্ডের ফোন কিনতে আগ্রহী হচ্ছেন বহু জনতা। তাই ক্রেতাদের চাহিদা কে মাথায় রেখে নতুন একটি ফোন লঞ্চ করেছে ভিভো। আসুন এই নতুন ফোনটির ফিচার সম্পর্কে জানা যাক।
Vivo T4x 5G Smartphone
আপনি যদি একটি ভাল দেখতে স্মার্টফোন পান সঙ্গে দারুন ক্যামেরা আর স্টোরেজ। ডিসপ্লেও বেশ মনের মতো। তাহলে কেমন হয় বলুন তো? সম্প্রতি ক্রেতা দের এই চাহিদাগুলিকে মাথায় রেখেই নতুন একটি ফোন লঞ্চ করেছে। নতুন মডেলটির নাম Vivo T4 x 5G. দুর্দান্ত ক্যামেরা, পাওয়ারফুল পারফরম্যান্স আর টেকসই ফোনটি একগুচ্ছ ফিচার দিয়ে সাজানো হয়েছে। আপনি যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করেন তবে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিন। আপনার আদতে উপকার হবে।
Vivo T4x 5G-এর ক্যামেরা
Vivo T4x 5G ফোনটিতে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করার জন্য 50 মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার দ্বারা আপনি চমৎকার ও ঝকঝকে ফটো ও এবং ক্লিয়ার ভিডিও ক্যাপচার করতে পারবেন। এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এআই সাপোর্ট। যার ফলে আপনার তোলা ছবি ও ভালো হচ্ছে।
Vivo T4x 5G-এর প্রসেসর
Vivo T4 x 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 বা স্ন্যাপড্রাগন সিরিজ প্রসেসর। যা মূলত 5G কে সপোর্ট করে আর এটি মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য ভালো পারফর্মেন্সও দেয়।
Vivo T4 x 5G এর ব্যাটারি
Vivo T4x 5G ফোনটিতে শক্তিশালী ব্যাটারি পাওয়ার ব্যবহার করা হয়েছে। কারণ অবশ্যই একজন ক্রেতা নতুন ফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি পাওয়ার দেখেই কিনবেন। Vivo T4x 5G-তে আপনি পেয়ে যাচ্ছেন 5000mAh এর শক্তিশালী ব্যাটারি ক্ষমতা। যা সারা দিন ধরে চলে। এর সাথে পাচ্ছেন 18W ফাস্টিং সাপোর্টও।
আরও পড়ুন, দেশের সেরা গেমিং ফোন। লঞ্চের আগে ফাঁস হলো স্পেসিফিকেশন! দাম ও ফিচার্স জেনে নিন।
Vivo T4x 5G এর ডিসপ্লে
Vivo T4x 5G ফোনটির ডিসপ্লে ও আপনার মন পছন্দ হবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চি কা FHD+ ডিসপ্লে। এতে 120Hz রিফ্রেশ আছে। একদিকে যেমন এটি দেখতে স্টাইলিশ, এর পাশাপাশি, প্রিমিয়াম ফিলও দিয়ে থাকে।
Vivo T4x 5G এর স্টোরেজ
কোন ফোনের স্টোরেজ ঠিকঠাক না হলে ফটো ভিডিও কিংবা ফাইলস রাখার ক্ষেত্রে ব্যাপক সমস্যা। সেদিক থেকে দেখতে গেলে, Vivo T4 x 5G ফোনটির স্টোরেজ কোয়ালিটিও অসাধারণ। এই ফোনটি 4GB/6GB/8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অপশন দিচ্ছে। তবে আপনি চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারেন।
Vivo T4x 5G-এর দাম
একটা ফোনে যখন এত ভালো ফিচার দেওয়া হচ্ছে, তখন নিশ্চয়ই তার দামও অনেক বেশি হবে? আপনি যা ভাবছেন তা কিন্তু মোটেই নয়। এই ফোনটি আপনি পেয়ে যাবেন ১৫ হাজার টাকার মধ্যেই। Vivo T4x 5G ফোনের প্রাথমিক মূল্য রাখা হয়েছে প্রায় ₹12,999 থেকে ₹14,999 এর মধ্যে। তবে দাম নির্ভর করছে ভারিয়েন্ট অনুযায়ী। অর্থাৎ RAM ও Storage বেশি হলে দাম বাড়বে।
উপসংহার
বর্তমানে এই ফিচার্সের ফোনের দাম কমপক্ষে ১৫ হাজার টাকা হওয়া উচিৎ। তবে মাত্র ১২৯৯৯ টাকাতেই এই ফোন আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি কিসের? নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে অনলাইন অথবা অফলাইন স্টোরে গিয়ে ভিভোর এই নতুন ফোনটি কিনে আনতে পারেন। আরও এই ধরনের আপডেট পেতে Daily Search ফলো করুন।