শিক্ষা

টেট পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে জেনে নিন এখনই।

টেট সংক্রান্ত নানা বিষয় নিয়ে ইতিপূর্বে যথেষ্ট পরিমাণে তর্ক বিতর্ক চলেছে, এমনকী অনেক ক্ষেত্রেই আদালতের হস্তক্ষেপেও সেই বিতর্ক থামানো যায়নি। অধিকাংশ ক্ষেত্রেই পর্ষদ এবং আদালতের যৌথ উদ্যোগে নানাবিধ বিষয়গুলির সমাধান করা গেলেও অনেক সমস্যাই এখনও পর্যন্ত অমীমাংসিত রয়ে গিয়েছে। আর তা নিয়েই রাজ্যে চাকরিপ্রার্থীদের দুশ্চিন্তার শেষ নেই। যদিও ইতিপূর্বে সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীদের আশার আলো দেখিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছিলেন যে, আগামী দিনে টেটের মাধ্যমে রাজ্য জুড়ে স্বচ্ছভাবে নিয়োগের প্রক্রিয়া কার্যকরী করা হবে। আর তার প্রথম নিদর্শন হিসেবে গতকাল অর্থাৎ ১১ই ডিসেম্বর রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে সমগ্র টেট পরীক্ষা সম্পাদিত হয়েছে।

ইতিপূর্বে বারংবার নানাবিধ তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে টেট পরীক্ষা শেষ হতে না হতেই প্রাইমারি টেটের ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক এবং গুঞ্জনের অন্ত নেই। তবে টেট পরীক্ষার ফর্ম পূরণ থেকে শুরু করে কারা টেট পরীক্ষা দিতে পারবে এমনকী মডেল প্রশ্নপত্র সংক্রান্ত নানা প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করার মতই টেট পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয় নিয়েও পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ চাকরিপ্রার্থীই এখনো পর্যন্ত এবিষয়ে বিস্তারিত তথ্য জানেন না। আর তাই আজকে আমরা পর্ষদের তরফে টেটের ফলাফল সংক্রান্ত বিষয় কি তথ্য প্রকাশ্যে আনা হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

ডিসেম্বর মাসে ২৫ কেজির বদলে ১৫০ কেজি চাল পেতে চলেছেন রেশন গ্রাহকরা। বড়ো সিদ্ধান্ত রাজ্য সরকারের

পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় গতকাল সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গতকাল অর্থাৎ ১১ই ডিসেম্বর ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন চাকরিপ্রার্থী সুষ্ঠুভাবে টেট পরীক্ষা দিয়েছেন। এর পাশাপাশি নজিরহীন ভাবে ১০ হাজার ৬০০ জন বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। গতকাল সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেই দাবি করেছেন তিনি। এমনকী তার মতে ইতিপূর্বে এতো স্বচ্ছভাবে কোনো পরীক্ষা সম্পাদন করা হয়নি। এর পাশাপাশি গৌতম পাল মহাশয় এও জানিয়েছেন যে, খুব শীঘ্রই পর্ষদের তরফে টেটের প্রশ্নপত্রের সমস্ত উত্তর প্রকাশ করা হবে। এছাড়াও তিনি সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, যতো শীঘ্র সম্ভব টেটের রেজাল্টও প্রকাশ্যে আনা হবে।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে, টেট পরীক্ষা এবং পর্ষদকে নিয়ে অন্যরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তবে টেট পরীক্ষা রাজ্যবাসীকে পর্ষদ সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ধারণা দেবে বলে আশা রাখছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ইতিপূর্বে নিয়োগ নিয়ে দুর্নীতির কারণে যথেষ্ট তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে রাজ্যবাসী আর তাই এবারে পর্ষদ সম্পর্কে ইতিবাচক বার্তা দিতে উদ্যোগী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related Articles

One Comment

  1. এবছর ও টেট বিঘ্ন হয় নি কে বলছে স্যার। সিরিজ 04D তে 1টি math এর উত্তর অপসন ভূল ছিল। সেটার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন স্যার।তা ছাড়াও আমাদের সেন্টার (দুঃখলাল নিবারণ চন্দ্র কলেজ ) এ কোনো বায়োমেট্রিক ছাড়াই প্রবেশ করানো হয়েছে। এর জন্য দায় টা কাদের স্যার?????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *