জারি হলো নতুন তিন ট্রাফিক আইন। এখনই জেনে রাখুন।
গত বছর এক সমীক্ষায় জানা গিয়েছে, ২০২১ সালে আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৪২৬ জন মানুষ নিজেদের প্রাণ হারান অর্থাৎ ঘন্টায় ১৮ জন করে। আর এই বিপুল পরিমাণ মানুষের জীবনহানির পেছনে সবচেয়ে বড় কারণ হলো রাস্তায় ট্রাফিক আইন না মেনে চলা।
এখনকার দিনে বেশিরভাগ মানুষের ধারণা হয়ে দাঁড়িয়েছে যে, যতো বেশি ট্রাফিক আইন ভেঙে চলবে সে ততো তাড়াতাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আবার রাস্তায় অনেকে নিজেদের যানবাহন উড়োজাহাজের গতিতে চালিয়ে শুধু যে ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখান তা নয়, তার সাথে নিজের এবং অন্য মানুষের জীবনকেও বিপদের মধ্যে ফেলে দেন। তাই সড়কে নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন বছরে ৩ টি নতুন ট্রাফিক আইন জারি করা হয়েছে, যা ভাঙলে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ট্রাফিকের নতুন ৩ টি আইনের ব্যাপারে।
(১) গাড়ির ডিজাইন পরিবর্তন করলে:- এখন থেকে কোনো যানবাহন ব্যবহারকারি নিজেদের গাড়ি বা বাইকের ডিজাইনে কোনোরকম পরিবর্তন করলে তা ট্রাফিক আইন লঙ্ঘন বলে ধরা হবে। সেক্ষেত্রে তাকে মোটা অঙ্কের টাকা জরিমানা হিসেবে দিতে হবে অথবা ট্রাফিক পুলিশ তার গাড়িও বাজেয়াপ্ত করতে পারেন।
শুরু করুন এই ব্যবসা। অর্ধেক টাকা দেবে সরকার। মাস গেলে লাভ হবে ভালো পরিমাণ টাকা
(২) হাই সিকিউরিটি নাম্বার প্লেট বসানো বাধ্যতামূলক:- ২০২৩ এর ১লা জানুয়ারি থেকে দু চাকা হোক কি চার চাকা, সব গাড়িতেই RTO দ্বারা প্রত্যায়িত হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী ২০১৯ সালের থেকে পুরোনো গাড়ি গুলির ক্ষেত্রেও একই নিয়ম জারি হবে। আর হাই সিকিউরিটি নাম্বার প্লেট গাড়িতে না থাকলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানা গিয়েছে।
(৩) অতিরিক্ত আওয়াজের সাইলেন্সার লাগানো অবৈধ:- বর্তমানে বাইকপ্রেমীদের প্রথম পছন্দ হলো বুলেট মডেলের বাইক। আর এই বুলেটের আভিজাত্য বাড়ানোর জন্য অনেকেই অতিরিক্ত আওয়াজের সাইলেন্সার লাগিয়ে থাকেন। যা ট্রাফিক আইন বিরুদ্ধ তো অবশ্যই, তার সঙ্গে পরিবেশে শব্দ দূষণও ঘটায়। কিন্তু এখন থেকে এই অতিরিক্ত আওয়াজের সাইলেন্সার ব্যবহার করা বেআইনি করা হলো। এরপর থেকে বাইকে জোরে সাইলেন্সার লাগিয়ে কেউ ধরা পড়লে ট্রাফিক পুলিশ ২৫ হাজার টাকার চালানও কাটতে পারে।
হালফিলে আমাদের দেশের মানুষদের মধ্যে রাস্তায় যানবাহন নিয়ে বের হলেই ট্রাফিকের নিয়ম ভাঙাটাই যেনো এক অলিখিত নিয়ম হয়ে গেছে। এর আগেও মোটা টাকা জরিমানার ভয় দেখানো হলেও জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার কোনো প্রবণতা দেখা যায়নি। এখন দেখার বিষয় এটাই যে, নতুন বছরে নতুন ট্রাফিক আইন সাধারণ মানুষ কতোটা মেনে চলেন।