স্কলারশিপ

Government Scholarship: পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সেরা ৫টি স্কলারশিপ। আবেদন করলে সবাই পাবে

পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্র ছাত্রীদের জন্য এবার এসে গেল দারুণ সুখবর (Government Scholarship). এখন থেকে রাজ্য সরকারের তরফে পাঁচটি বিশেষ করা সেই ভাবে পড়ুয়ারা। তবে তার জন্য সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া। রাজ্যের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা করে দেবার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee). এর মধ্যে মেয়েরা যাতে ঠিক ভাবে পড়াশোনা করতে পারে তার জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প (Government of West Bengal Kanyashree Prakalpa).

West Bengal Government Scholarship for Students in 2024

এছাড়াও, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সকলকে সাইকেল দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও, রাজ্যের বিশেষত গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে একাধিক সরকারি স্কলারশিপ বা আর্থিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে পাঁচটি বিশেষ স্কলারশিপ (Government Scholarship) যেই স্কলারশিপ গুলির সুবিধা পেয়ে থাকেন রাজ্যের প্রায় সকল পড়ুয়ারাই।

পড়ুয়াদের জন্য সেরা ৫টি স্কলারশিপ

রাজ্যের সকল গরীব কিন্তু মেধাবী পড়ুয়াদের জন্য এই দারুণ সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ অনেকেই বলে ইচ্ছা থাকলেই উপায় হয় কিন্তু না এখনকার দিনে টাকা ছাড়া কোন কিছু করা খুবই মুশকিল। আর এই কারণের জন্য সকল পড়ুয়াদের এই স্কলারশিপ গুলি (Government Scholarship) সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া উচিত। তাহলে চলুন এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ (Uttarkanya Scholarship or Nabanna Scholarship)

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল (CM Relief Fund Government Scholarship) থেকে রাজ্যের সকল দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার জন্য এই স্কলারশিপের মাধ্যমে মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাধ্যমিক পরীক্ষার পর থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজের পরীক্ষা পর্যন্ত এতে আবেদন করা যাবে।

Nabanna Scholarship Apply Criteria & Money

আবেদনকারীকে আবেদনের জন্য একটি নির্দিষ্ট নম্বর পেতে হবে। নিজেদের বিদ্যালয়ে গিয়ে পড়ুয়ারা এই আবেদন করতে পারবেন। এই উত্তর কন্যা স্কলারশিপ উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য এবং নবান্ন স্কলারশিপ দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য। কিন্তু দুটির নাম আলাদা হলেও এটি একই স্কলারশিপ। এই Government Scholarship এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদনের সময় ও কোর্সের ওপর এই আর্থিক সাহায্যের পরিমাণ কম বা বেশিও হতে পারে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship or Swami Vivekananda Scholarship)

সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে এই সরকারি স্কলারশিপ প্রোগ্রাম (Government Scholarship Programe) শুরু করা হয়েছিল। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের উচ্চ মাধ্যমিক থেকে গবেষণাস্তর পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আবেদনকারী যে স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়ে পাঠরত একমাত্র সেখান থেকেই এই আবেদন করতে পারবেন।

স্কলারশিপের অর্থের পরিমাণ

১) পড়ুয়া প্রতিমাসে এই বৃত্তির মাধ্যমে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।
২) পরবর্তীকালে সময়ের সাথে এই বৃত্তির পরিমাণ কম বা বেশি হতে পারে।
৩) পড়ুয়ারা অনলাইন বা অফলাইন দুটির মাধ্যমেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)

পশ্চিমবঙ্গের সকল তপশিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের জন্য ওয়েসিস স্কলারশিপ এর (Government Scholarship) সুবিধা করা হয়েছে। একজন পড়ুয়া প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। পড়ুয়ারা এর মাধ্যমে ১২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal)

এটি একটি অন্য রকম স্কলারশিপ। এটি প্রধানত কেন্দ্রীয় সরকারি অধীনস্থ একটি স্কলারশিপ পোর্টাল। পড়ুয়ারা NVP Government Scholarship অর্থাৎ National Scholarship Portal – এর মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা ও শ্রেণী অনুসারে বিভিন্ন আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।

Online Mobile Recharge (জিও খরচ কমিয়ে দিলো)

আবেদনের শর্তাবলী

  • আবেদনকারীকে নিজের সক্ষমতা, প্রগতিশীলতা, প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক পরীক্ষার ফল, মেরিট কাম মিনসের ফল ইত্যাদির ওপর ভিত্তি করে আবেদন করতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের কম হতে হবে।
  • আবেদনকারিকে বার্ষিক পরীক্ষায় কম করে ৬০% নম্বর পেতে হবে।

পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে? বড় আপডেট সরকারের তরফে

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য। এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশী হলে চলবে না। এই ঐক্যশ্রী বৃত্তির (Government Scholarship) মাধ্যমে মাধ্যমে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত সকল পড়ুয়ারা পাবে।
Written by Sampriti Bose.

Related Articles