Unlimited Calling: এবার আনলিমিটেড কলিং ফ্রি নয়! TRAI-র নির্দেশে গ্রাহকদের আরও খরচ বাড়বে?
আবার টেলিকম গ্রাহকদের খরচ বাড়ার ইঙ্গিত। Unlimited Calling উঠে যাবে! আবার খারাপ খবর আসতে চলেছে TRAI এর তরফ থেকে এমন শোনা যাচ্ছে। ট্রাইয়ের একটি নির্দেশেই মাথায় বাজ পড়তে পারে টেলিকম কোম্পানি থেকে শুরু করে গ্রাহকদের জন্যে। সম্প্রতি Telecom Regulatory Authority of India দেশের সব টেলিকম সংস্থা গুলো – Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea-র তরফ থেকে রিপোর্ট চেয়েছে।
Unlimited Calling Service May be Stop by Telecom Operators
যে প্ল্যান গুলো ভয়েস, ডেটা ও SMS পরিষেবা দেয় সেই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিটি পরিষেবার জন্য আলাদা রিচার্জের প্রয়োজন নেই সেই প্ল্যান গুলোর রিপোর্ট চেয়েছে TRAI. আর এই রিপোর্ট জমা দিয়েছে টেলিকম কোম্পানি গুলো (Unlimited Calling). এয়ারটেল ট্রাইকে যুক্তি দেয়েছে, তার বর্তমান প্ল্যান গুলো তারা ব্যবহারকারীদের কথা ভেবেই তৈরি করেছে এতে লুকনো কোনো চার্জ নেই।
এবার আনলিমিটেড কলিং এর দিন শেষ!
তাদের মতে যে আলাদা করে ভয়েস, SMS ও ডেটাতে ফিরে গেলে জিনিস গুলোর জটিলতা আরো বাড়বে। আর এতে গ্রাহকদের খরচও বাড়বে। তাদের মতে অল ইন ওয়ান প্ল্যানের থেকে অনেক ভালো আর সাশ্রয়িও। কারন এটি গ্রাহকরা নিজেদের পছন্দ মত কিনতেও ব্যবহার করতে পারবেন। এয়ারটেলের এই কথা জিও তা সমর্থন করে। তাদের মতও এক।
জিওর সমীক্ষায় দেখা গেছে 91% মানুষ বর্তমান রিচার্জ প্ল্যান সাশ্রয়ি মনে করে। আর 93% মানুষ মনে করে বাজারের হারের তুলনায় এই দাম গুলো অনেকটা কম। কারন এই প্ল্যান গুলো একবার রিচার্জ (Unlimited Calling Recharge Plan) করলে সব সুবিধা পাওয়া যায়। এটি আর সুবিধাজনক করে তোলে। টেলিকম সংস্থা গুলো আরো বলেছে আজকের দিনে ডেটা খুব প্রয়োজনীয়।
সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম! 10 গ্রাম সোনা কিনলে কত খরচ হবে?
গ্রাহকদের খুশি রাখার জন্যে পর্যাপ্ত ডেটা ও সীমাহীন কলিং দেওয়া খুব গুরুত্বপুর্ণ। এই পদ্ধতি পরিবর্তন করা হয় তাহলে গ্রাহকরা বিরক্ত হতে পারে আর বাজার ব্যাহত হতে পারে। আনলিমিটেড পরিষেবা তুলে নিলে অসুবিধায় পড়তে হবে সবাইকে। এই Unlimited Calling চালানো হবে কিনা তা নিয়ে এখনো কিছু জানায় নি TRAI. তবে TRAI যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে টেলিকম সংস্থা আর গ্রাহক উভয়ের উপরই প্রভাব পরতে চলেছে।
Written by Ananya Chakraborty.