Employee Benefits – সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ। DA আন্দোলনের মাঝেই সুখবর।
কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা আন্দোলন চালিয়েই যাচ্ছেন (Employee Benefits). রাজ্য সরকারি কর্মীরা এখন 10 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছে। সম্প্রতি কিছু দিন আগে রাজ্য বাজেটের দিন আরো 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ান হবে বলে ঘোষনা করা হয়। মে মাসে এই 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা অর্থাৎ মে মাস থেকে 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে সরকারি কর্মীরা।
West Bengal Govt Employee Benefits On Cashless Treatment.
এই ঘোষনাতে খুশি হয়েছে অনেক সরকারি কর্মী (Employee Benefits). আবার অনেকে খুশি হয়নি। তাদের বক্তব্য এখন কেন্দ্র সরকার তাদের কর্মীদের যে পরিমান মহার্ঘ ভাতা দিচ্ছে তার থেকে অনেকটাই কম রাজ্য সরকার (Government Of West Bengal) দিচ্ছে। কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাকটা থেকেই গেল। আর এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কর্মীদের জন্যে বড় ঘোষনা করা হল। সেই ঘোষনা সম্পর্কে জেনে নিন।
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অর্থ দফতরের (WBFIN) তরফ থেকে জানান হল, পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্বে নিযুক্ত থাকা প্রত্যেক কর্মীরা 2014 সালের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিমের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন (Employee Benefits). এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন শিক্ষা অনুরাগি মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারি।
Who Will Get This Employee Benefits?
1) 2014 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিমের আওতায় না থাকা প্রত্যেক ভোট কর্মী এই সুবিধা পাবেন।
2) চালক সহ ভোটার কাজে নিযুক্ত থাক যে কোনো ব্যক্তি এই চিকিৎসার সুবিধা (Employee Benefits) পাবেন।
3) 2014 সালের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিক্যাল ট্রিটমেন্ট স্কিম’-র আওতায় না থাকা প্রত্যেক স্টেট আর্মড পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোম গার্ডরা এই সুবিধা পাবেন।
4) ফার্স্ট লেভেল চেকিং, ইভিএম কমিশনিং, ভোটের দিন এবং ভোট গণনার দিনের কর্মরত থাকা বিইএল বা ইসিআইএল ইঞ্জিনিয়াররা সেই সুবিধা পাবেন। শিক্ষানুরাগী মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারি বলেন, ভোট কর্মীদের দীর্ঘদিনের দাবি (Employee Benefits) ছিল, যে কোনো অবস্থায় ভোট কর্মী অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে অথবা আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায় কমিশন তথা সরকারকে নিতে হবে।
তা নিয়ে বহু সমস্যায় পড়তে হত ভোট কর্মীদের। সেই দাবি মেনে ক্যাশলেস চিকিৎসার (Cashless Treatment) সুবিধার নোটিশ প্রকাশিত হল। দাবি মেনে নেওয়ার জন্য এই নোটিশকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রত্যেক ভোট কর্মী যথা যথভাবে যেন সেই বিষয়টির সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। আর রাজ্য সরকারি কর্মীদের এই সুবিধা (Employee Benefits) দেওয়ার ঘোষণাও করা হয়েছে সরকারের তরফে।
নববর্ষের আগে সোনার দাম কত পশ্চিমবঙ্গে? কমলো না বাড়ল? মধ্যবিত্তের জন্য সুখবর।
বছরের শুরু থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য অনেক সুবিধা (Employee Benefits) ইতিমধ্যেই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এবারে এই দীর্ঘদিনের দাবিও পূরণ করে দেওয়া হল। আর স্বাভাবিকভাবেই এই ঘোষণা শোনার ফলে খুশি হয়েছেন অনেকে এবং এবারের ভোটে নিশ্চিন্তে কাজ করতে পারবেন বলেও মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.
2 লাখ টাকা বিনিয়োগে পাবেন 4 লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে বাম্পার রিটার্ন।