Govt Holiday – পশ্চিমবঙ্গে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছুটি থাকবে? সরকারের কি সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গে Govt Holiday বা সরকারি ছুটি নিয়ে ফের এক বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। গোটা দেশ জুড়ে রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন ঘিরে উন্মাদনা চলছে। আর এক দিন বাকি রাম মন্দির উদ্বোধনের। তার পরেই সেই মাহেন্দ্রক্ষণ আর অনেক বছরের অপেক্ষার অবসান। এই দিনটির জন্য দেশের প্রত্যেকটি মানুষ অপেক্ষা করছে। আবার অনেকে রাম মন্দির (Ram Mandir) এর উদ্দেশ্যে রওনাও দিয়ে ফেলেছে।
Govt Holiday For Ayodhya Ram Mandir.
এই রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ 22শে জানুয়ারি বিজেপি শাসিত অনেক রাজ্য সরকারি অফিস স্কুল কলেজ ছুটি দিয়েছে যাতে তারা এই মাহেন্দ্রক্ষণ এর অংশ হতে পারে। তবে বিজেপি শাসিত রাজ্য গুলো যেমন ছুটি দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) আগামী ২২শে জানুয়ারি কোনো ছুটি (Govt Holiday) ঘোষনা করেনি।
তবে এবার বিজেপি সাংসদ সুকান্ত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের জন্য যেন ছুটি ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). তবে এবার একটি প্রশ্ন উঠছে যে তাহলে কি রাজ্য এবার সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এর আবেদনে সারা দেবে? আর সেই চিঠিতেই বা কি লেখা ছিল দেখে নিন এক নজরে।
চিঠিতে কি লেখা হয়ে ছিল?
এই চিঠিতে রাম মন্দির এর ইতিহাস বর্ননা করেছ। তিনি লিখেছেন, আগামী 22শে জানুয়ারি সোমবার দেশের এক গৌরব এর দিন। এক দিন বিদেশি আক্রমণকারীর হাতে সনাতন ভারতের পুরুষোত্তম রামচন্দ্রের পবিত্র জন্মভূমি ধ্বংস হয়েছিল। ভারতের সাধু সন্তদের দীর্ঘ লড়াইয়ের পর সেই জন্মস্থান পুনরুদ্ধার হয়। এই লড়াইতে প্রাণ হাড়ান বাংলার দুই বীর যুবক রাম কোঠারি এবং শরন কোঠারি (Govt Holiday).
মহামান্য সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) নির্দেশে এই জমির ইতিহাস স্বীকৃতি পেয়েছে। আদালতের নির্দেশেই রামের জন্ম স্থানে তার এক ভব্য মন্দির গড়ে ওঠে। তিনি আরও বলেন জে, “এই লড়াইতে বাংলার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। দেশের স্বাধীনতার লড়াইয়ের মতোই শ্রী রামের জন্মভূমি উদ্ধার এবং মন্দির স্থাপনের উদ্যোগে যোগ দিয়েছেন এই বাংলার লাখ লাখ মানুষ (Govt Holiday).
সাধারণ মানুষের অযোধ্যায় পাঠানো শিলা থেকে মন্দির গঠনের জন্য অর্থ দেশের কাছে বাংলাকে উচু স্থানে বসিয়েছে। তিনি আরও লেখেন, ‘সেই মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত। বিদেশি শত্রুর হাত থেকে মুক্ত অযোধ্যার পবিত্র মাটিতে মতিরে স্বাপন দল, মত, ধর্ম নির্বিশেষে সকল দেশপ্রেমী ভারতীয়ের কাছে গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আগ্রহ অনুযায়ী গোটা দেশের সঙ্গে বাংলার সকল মানুষের কাছে পবিত্র দিন (Govt Holiday).
আগামী সোমবার, কূর্ম দ্বাদশী দিনটিকে স্বারম্বরে পালন করতে চান। মন্দিরে মন্দিরে ভারতমাতার সন্তানেরা পুজো দেবেন। ঘরে ঘরে দীপাবলির আলো উৎসবের চেহারা নেবে। তখন সবার ধ্যানে থাকবে অযোধ্য ধাম। চিঠির শেষ দিকে ছুটির (Govt Holiday) আবেদন জানিয়ে লেখেন, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আপনার কাছে আপনার বিনীত অনুরোধ এই পবিত্র দিনে সকলেই যাতে অনুষ্ঠানে শামিল হতে পারে তার জন্যে সরকারি ভাবে ছুটি ঘোষনা (Govt Holiday Announce) করা হোক।
সরকারি কর্মীদের ছুটি বাতিল। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসল কারণ দেখুন।
ছুটি (Govt Holiday) দেওয়ার অনুরোধ করা হোক বেসরকারি প্রতিষ্ঠানকে। স্কুল, কলেজ বন্ধ রাখা হোক যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে। বাংলায় আপনি অনেক নতুন তিথি, পরব, জন্মদিবসকে স্থায়ী সরকারি ছুটির (Govt Holiday) আওতায় এনেছেন। চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি দুটি উপহার দিন রাজ্যবাসীকে। কিন্তু সরকার এই নিয়ে কোন ছুটি এখনো পর্যন্ত ঘোষণা করেনি।
Written by Ananya Chakraborty.
22nd জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে সরকারি ছুটি ঘোষণা একাধিক রাজ্যের।