Free Smartphone – এবার মাধ্যমিক পাশ করলেই 10 হাজার টাকা পাবে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকারের দারুণ ঘোষণা।
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দারুণ ঘোষণা করলো সরকার (Free Smartphone). পড়ুয়াদের জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha). এই বছরের মাধ্যমিক পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসেই হয়ে গেল। এই বছর লোকসভা ভোটের কারনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক নতুন নিয়ম আনা হয়েছিল। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতেও কড়া ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).
Free Smartphone Provide By West Bengal Government.
মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবার পরীক্ষার্থীরা অপেক্ষা করছে পরীক্ষার ফলাফলের জন্যে। তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না মাধ্যমিক পরীক্ষার্থীদের। যা জানা যাচ্ছে তাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেলেও পেতে পারে। তবে এবার এর থেকেও আরো সুখবর (Free Smartphone) রয়েছে এবারের মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্যে।
এবারে মাধ্যমিক পাশ পরীক্ষার্থীরা পাবে 10 হাজার টাকা। পশ্চিমবঙ্গব রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফ থেকে এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে। এই টাকা পেতে পড়ুয়াদের আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর আবেদন পত্র গ্রাহ্য হলে তারপর পড়ুয়াদের ব্যাংকে 10 হাজার টাকা ঢুকবে (Free Smartphone). এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 10 হাজার টাকা কেন দিচ্ছে রাজ্য শিক্ষা দফতর।
আপনাদের জানিয়ে রাখি এই টাকা দেওয়া নতুন না আগেও 10 হাজার টাকা দেওয়া হত পড়ুয়াদের। পড়ুয়াদের এই টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapna Free Smartphone Scheme) মাধ্যমে। এই প্রকল্পের আওতায় আগেও 10 হাজার টাকা দেওয়া হত। তবে সে সময় সেই টাকা দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের দেওয়া হত। তবে এবার এই 10 হাজার টাকা একাদশ শ্রেনীর পড়ুয়ারাও পাবেন।
রাজ্য সরকার দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের 10 হাজার টাকা দিত পড়াশোনার জন্য ট্যাব বা স্মার্টফোন (Free Smartphone) কেনার জন্যে। করোনার সময় থেকেই এই নিয়ম চালু করেছিল রাজ্য সরকার। তখন লক ডাউনের কারনে পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো হত কিন্তু অনেক পড়ুয়া টাকার অভাবে ফোন কিনতে না পারায় অনলাইন ক্লাস করতে পারতো না তাই সরকারের তরফ থেকে 10 হাজার টাকা দেওয়া হয় ফোন (Buying Free Smartphone) কেনার জন্য।
তবে করোনা অতিত হলেও সরকার এখন ট্যাব বা ফোন কেনার জন্য টাকা (Free Smartphone) দেওয়া বন্ধ করেনি। বরং এখন এই টাকা দ্বাদশ শ্রেনিতে না দিয়ে একাদশ শ্রেণীতে দেওয়া হবে। এতে সুবিধা হবে অনেক পড়ুয়ার। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে সব পড়ুয়ারা এই বছর মাধ্যমিক পাশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের কে ফোন কেনার জন্য 10 হাজার টাকা দেওয়া হবে।
Documents For Get Free Smartphone
এই টাকা পাবার জন্য পড়ুয়াদের মাধ্যমিক পাশ করতে হবে, একাদশ শ্রেনীর ভর্তির প্রমানপত্র দিতে হবে, আর লাগবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই এর জেরক্স, অথবা বাতিল চেক বই জমা দিতে হবে। এই প্রকল্পের জন্যে আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানান হয়নি এখনো। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে।
আপনার খুব টাকার দরকার? আধার কার্ড থাকলেই টাকার প্রয়োজন মিটবে।
কোনো পড়ুয়া যদি মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হয় তাহলে কিন্তু সে 10 হাজার টাকা পাবে না। আর এই Free Smartphone বা বিনামূল্যে স্মার্টফোন প্রকল্প শুরু করার মাধ্যমে সকল পড়ুয়ারা খুবই উপকৃত হয়েছেন। আর আগামীদিনেও অনেকেই এর মাধ্যমে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?