ছুটি

Holiday List – ফের ছুটি ঘোষণা। শিক্ষক, ছাত্র, সরকারি কর্মী সকলে ছুটি পাবে, পুরো তালিকা দেখুন।

আবারও অনেক ছুটি (Holiday List) পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী, পুজোর মাসে তো ছুটি থাকছেই তাছাড়াও তার পরের মাস নভেম্বর মাসেও থাকছে অনেক ছুটি। অনেক সরকরি চাকরির ক্ষেত্রে শনি ও রবিবার ছুটি থাকে। সেই সমস্ত চাকরিজীবিদের দুই মাস মিলিয়ে মোট 34 দিন ছুটি পাবে তারা। আর বাকিরা 2 মাস মিলিয়ে 31 দিন ছুটি পাবে। তবে এই ছুটি টানা ছুটি নয়। টানা ছুটি না হলেও মোট 1 মাসের মত ছুটি পাবে সরকরি কর্মীরা। উৎসবের পাওয়া ছুটির সঙ্গে রাজ্য সরকারের ঘোষণা করা অতিরিক্ত ছুটি।

Holiday List For West Bengal School, College And Government Offices.

তার মধ্যে না পড়া শনি ও রবিবার মিলিয়ে এই দুই মাসে 31 দিন অফিসে যেতে হবে না সরকারি কর্মচারীদের। এর মধ্যে আবার টানা ছুটির (Holiday List) পরিমাণই বেশি। সরকার মূলত তিনটি ভাগে ছুটি দেয়। প্রথমটি 1988 সালের ‘ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ অনুযায়ী গোটা দেশেই কিছু ছুটি প্রাপ্য হয় সরকারি কর্মচারীদের (Government Employees). এর পরেও রাজ্য সরকার (Government Of West Bengal) স্থানীয় উৎসব, পরবের জন্য ছুটি দিতে পারে।

কিছু অতিরিক্ত ছুটি (Holiday List) দেওয়ারও সুযোগ থাকে। সেই সব মিলিয়েই ছুটি (Holiday List) আর ছুটি পর পর এই দুই মাসে। অক্টোবর মাসের ছুটি, অক্টোবরের শুরুতেই ছুটি ছিল 2 রা অক্টোবর গান্ধীজয়ন্তীর জন্য, তার আগের দিন রবিবারও ছিল ছুটি। এর পরে শনি রবিবারের ছুটি 7 ও 8 তারিখ। পরের ছুটি 14ই অক্টোবর মহালয়ার জন্যে সেটা শনিবার, পরের দিনও রবিবারের ছুটি।

মাঝে সোম আর মঙ্গলবার অফিস করলেই হয়ে গেল। দুর্গাপুজো 20 শে অক্টোবর শুরু, 24 তারিখ দশমী। আর রাজ্য সরকার দুর্গাপুজোর ছুটি (Durga Puja Holiday List) দিয়েছে 18ই অক্টোবর চতুর্থী থেকেই। পুজো মিটে গেলেও নবান্ন (Nabanna) দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে 27 শে অক্টোবর পর্যন্ত, দুর্গা পূজার ছুটি শেষ হলে তারপরের 2 দিন হচ্ছে শনি ও রবিবার তাই সেই 2 দিন ও থাকছে ছুটি। তবে সেই শনিবার লক্ষ্মীপুজোর ছুটি রয়েছে।

নভেম্বর মাসেও 13 দিন ছুটি মিলবে। রাজ্যের অর্থ দফতর (WB Finance Department) প্রকাশিত ছুটির তালিকা (Holiday List) বলছে, নভেম্বর মাসের ছুটি শুরু কালীপুজো দিয়ে। তবে 12 ই নভেম্বর কালীপুজো। আর 12ই নভেম্বর পরেছে রবিবারে। তাতে কী! ধনতেরসে ছুটি না থাকলেও শনিবার বলে অফিস যেতে হবে না অনেককেই। এর পরেও সুখবর হল, রাজ্য সরকার এবার কালীপুজোর জন্যে ও অতিরিক্ত ছুটি দিয়েছে 14ই নভেম্বর পর্যন্ত।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

15ই নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। তবে দুই ছুটি মিলে যাওয়ার দুঃখ নেই। কারন 16ই নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। এইবার ছটও পরেছে রবিবার 19শে নভেম্বর। রাজ্যে ছটেরও অতিরিক্ত ছুটি (Extra Holiday List) রয়েছে 20 শে নভেম্বর, সোমবারে। সেই হিসাবে দেখতে গেলে 18 থেকে 20 শে নভেম্বর টানা ছুটি মিলবে।

Salary – পুজোর আগে আবার বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সবাই টাকা পাবে, কত তারিখে বেতন ঢুকবে?

মাসের শেষ ছুটির দিন গুরু নানকের জন্মদিন 27 শে নভেম্বর। সেটাও সোমবার হওয়ায় টানা তিন দিনের ছুটির আমেজ পাবেন অনেকেই। অতএব বলা যায় এইবার পর পর দুই মাস ছুটির পাহাড় সরকারি কর্মীদের জন্যে। কিন্তু শুধুমাত্র এই ছুটি (Holiday List) সরকারি কর্মীদের জন্য নয় রাজ্যের সব স্কুল ও কলেজও এই দিন বন্ধ থাকবে।

Ration Items List – পুজোর মাসে পাবেন ডবল রেশন। কোন রেশন কার্ডে কত পরিমান রেশন পাবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *