ছুটি

Holiday List – জানুয়ারি মাসের ছুটির তালিকা। কতগুলো ছুটি বাড়ল?

নতুন বছর শুরু হয়ে গেছে কিন্তু এখনো অনেকের ছুটির মেজাজ একদমই যায়নি (Holiday List). আর নতুন বছর পড়লেই হৈহুল্লোর পিকনিক এসব লেগেই থাকে। আর নতুন বছর পড়লেই পিকনিক ও ঘুরতে যেতে সবাই চায় আর তার জন্যে ছুটির প্রয়োজন। তাই আজ আমরা ছুটির খবর নিয়ে হাজির হোলাম। এবার জানুয়ারি মাসে প্রচুর ছুটি রয়েছে সরকারি ভাবে।

Holiday List In January.

আর এই সব ছুটিতে (Holiday List) আপনারা পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারবেন আবার পিকনিক এর ও প্ল্যান করতে পারেন। তবে এসব প্ল্যান করার আগে জেনে নিন কবে কবে ছুটি (Holiday List) থাকছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস গুলো। প্রতি বছর নতুন বছর পড়ার আগেই ছুটির ক্যালেন্ডার প্রকাশ হয়ে যায়। সেই অনুযায়ি স্কুল কলেজ অফিস কাছারি ছুটি থাকে।

নতুন বছরের শুরু মানেই নতুন ক্লাসের সিজেন শুরু। তবে নতুন ভাবে ক্লাস শুরু হওয়ার আগেই জানুয়ারি জুড়ে বেশ কিছু দিন স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি অফিস ছুটি (Holiday List) থাকবে। কবে কবে ছুটি থাকবে আর কি কারনে থাকবে দেখে নিন। জানুয়ারি মাসের ছুটি জানুয়ারি মাস জুড়ে নানা ছুটি থাকবে সরকরি ছুটি থেকে শুরু করে ধর্মীয় উত্সবের জন্যে ছুটি (Holiday List) থাকে স্কুল কলেজ থেকে শুরু করে অফিস।

ইংরেজি নববর্ষ থেকে শুরু করে মকর সংক্রান্তি , পোঙ্গাল ইত্যাদি উৎসবের জন্য ছুটি থাকে। এসবের জন্যে কোন কোন দিন ছুটি থাকছে দেখে নিন। 1লা জানুয়ারি 2024 সোমবার – এই দিন ইংরেজি নববর্ষ পালন করা হয়। এদিন থেকে নতুন বছরের সূচনা হয়। তাই নতুন বছরের শুরুর প্রতীক হিসেবে এই দিনটিতে ছুটি (Holiday List) রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি অফিস কাছারি।

12ই জানুয়ারি 2024 – শুক্রবার – এই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই এই দিন ওনার জন্মদিন উপলক্ষে ছুটি দেওয়া হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই দিনটি পালন করা হয় নানা অনুস্ঠানের মাধ্যমে। এই দিন সারা দেশের ব্যাঙ্ক গুলিও বন্ধ থাকে। 14ই জানুয়ারি 2024 – রবিবার এই দিনটিতে উত্তর ভারতে লোহরি উৎসব পালন করা হয়। আর বাংলায় এই দিনটি মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়।

এই উত্সবের মধ্য দিয়ে শীতের উত্যাপন করা হয়। তাই এই দিনটিতে উত্তর ভারতে যেমন ছুটি থাকে তেমন এ রাজ্যেও ছুটি থাকে। 15ই জানুয়ারি 2024 সোমবার – এদিন দক্ষিন ভারতে পোঙ্গাল উৎসব পালন করা হয়। ফসল কাটাকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। এদিন দক্ষিণ ভারত যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের স্কুল কলেজ ও ব্যাংক বন্ধ (Holiday List) থাকবে।

তবে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক ও অফিস গুলো খোলা থাকবে। 17ই জানুয়ারি 2024 – বুধবার এই দিন শিখ গুরু গোবিন্দ সিং এর জন্ম তিথি। এই দিন ওনার জন্ম দিবস (Holiday List) হিসেবে পালন করে শিখ সম্প্রদায়ের লোকেরা। তাই এইদিন পঞ্জাব সহ অনেক রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অফিস বন্ধ থাকবে। তবে এ রাজ্যের স্কুল ,কলেজ ,অফিস খোলা থাকবে।

Holiday List (স্কুলে ছুটির তালিকা)

23 শে জানুয়ারি 2024 – মঙ্গলবার এদিন আমাদের দেশের বীরপুত্র নেতাজি সুভাষ চন্দ্র বসু এর জন্মদিন। তাই এই দিন তার জন্ম দিবস উপলক্ষে রাজ্য সহ সারা দেশে পালন করা হয়। আর এদিন ছুটি দেওয়া হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দিনটি পালন করা হয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। 26 শে জানুয়ারি 2024 – শুক্রবার এই দিনটি প্রজাতন্ত্র দিবস। এটি জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়। সারা দেশজুড়ে এদিন সব ছুটি (Holiday List) থাকে।

নতুন বছরে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। 4% DA ঘোষণার পরই নতুন সিদ্ধান্ত।

এই জানুয়ারি মাসে বেশ অনেক গুলো সরকরি ছুটি (Holiday List) থাকলেও কয়েকটি সরকারি ছুটি (Holiday List) আছে যেগুলো পালনীয় যেমন স্বামী বিবেকানন্দের জন্ম দিন, নেতাজির জন্ম দিন ও প্রজাতন্ত্র দিবস। এগুলো ছুটিতে (Holiday List) শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। আর এই সব ছুটির থাকতে চলেছে এই জানুয়ারি মাসে।
Written by Ananya Chakraborty.

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *