প্রকল্প

Lok Prasar Scheme – 5 বছর পর চালু হলো নতুন প্রকল্প। মাস গেলেই পাবেন 1000 টাকা।

পশ্চিমবঙ্গ সরকার এর তরফে Lok Prasar Scheme বা লোক প্রসার প্রকল্প নিয়ে আসা হয়েছে ২০১৪ সালে। এছাড়াও রাজ্যের সব নাগরিকদের জন্যে নানা ধরনের প্রকল্প চালু করা হয়েছে। নাগরিকদের সুবিধার্থে একটার পর একটা প্রকল্প চালু করছেন। প্রায় 50 টার কাছাকাছি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মেয়েদের জন্য কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree), ছেলেদের জন্যে যুবশ্রী (Yuvashree), মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) আরও নতুন নতুন প্রকল্প (Government Scheme) এনেছে সরকার।

Lok Prasar Scheme All Details.

সামনেই 2024 এর লোকসভা ভোট (Lok Sabha Election) এর আগে মানুষ দের খুশি করার জন্যে অনেক প্রকল্প আনছে সরকার। এছাড়াও কিছু পুরনো প্রকল্পও নতুন করে মানুষের সামনে নিয়ে এসেছেন। রাজ্য সরকার আসার পর থেকে মানুষ এত প্রকল্পের সুবিধা পাচ্ছেন যা বলা বাহুল্য। সেই রকম ই একটি পুরনো প্রকল্প (Lok Prasar Scheme) যা 5 বছর আগে বন্ধ হয়ে গেছিল সেই প্রকল্প কেই নতুন করে মানুষদের সামনে নিয়ে এসেছে সরকার।

এই প্রকল্পে মাস গেলে 1000 টাকা করে পাবে রাজ্যের মানুষ। এবার প্রশ্ন হচ্ছে ,কী সেই প্রকল্প? কারা পাবেন এই সুবিধা? চলুন দেখে নেই কী এই প্রকল্প? এই প্রকল্পের নাম হলো লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Scheme). এই প্রকল্প 5 বছর আগে বন্ধ হয়ে যায় , সরকার আবার এই প্রকল্প চালু করবে। ইতিমধ্যেই এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে এই প্রকল্প। আবার এই লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Scheme) নাম নথি ভুক্ত করতে পরবে সাধারন মানুষ। কাদের জন্যে এই প্রকল্প? এই লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Prakalpa) রাজ্যের লোকশিল্পী দের জন্যে। তাদের আর্থিক সাহায্য প্রদানের জন্যে এই প্রকল্প। এই প্রকল্পে সরকার 1000 টাকা করে প্রতি মাসে দেবে।

Savings Account (সেভিংস অ্যাকাউণ্ট)

এই প্রকল্প 2014 সালে চালু কর হয়েছিল কিন্তু 2017 সালে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। আবার সরকার নতুন করে 2023 এই প্রকল্প (Lok Prasar Scheme) নিয়ে এসেছেন লোকশিল্পীদের জন্যে। এই প্রকল্পে যে সব লোকশিল্পীর বয়স 60 বছরের বেশি বয়স তারা মাসে 1000 টাকা করে পাবেন। পাশাপাশি তাদের সরকারি পরিচয় পত্রও দেওয়া হবে।

LPG Gas Subsidy – রান্নার গ্যাসে ভর্তুকি আরও বৃদ্ধির ঘোষণা, পুজোর মরশুমে সুখবর।

সূত্রের খবর ইতি মধ্যেই রাজ্যে সমস্ত জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের কাছে একটি করে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্প (Lok Prasar Scheme) ফের চালু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। এখনো রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) অনুষ্ঠিত হওয়া বাকি আছে। এই ক্যাম্পে গিয়ে আপনারা এই খোঁজ খবর নিতে পারেন।

Primary Teacher – B.Ed থাকলেও প্রাথমিক শিক্ষক বৈধ। আদালতের নতুন রাজ্যে স্বস্তিতে শিক্ষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *