School Holiday – এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্কুল ছুটি থাকবে রাজ্যে। টানা ছুটি থাকবে? আবার কবে খুলবে?
প্রাথমিকস্তরের সরকারি স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের জন্যে দারুন খবর। রাজ্যের প্রাথমিকস্তরের স্কুল গুলোর ছুটি (School Holiday) নিয়ে বড় ঘোষনা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE). কবে থেকে ছুটি আর কি কারনে ছুটি তা জানতে প্রতিবেদনটি পড়ুন। রাজ্যের বিভিন্ন জেলাতেই ইতিমধ্যেই গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে এসেছে।
West Bengal Primary School Holiday Start For Election.
আর এই পরিস্থিতিতে বাচ্চাদের পক্ষে স্কুল করা মুশকিল। তাই অনেক প্রাথমিক স্কুল গুলোর ক্লাস সকালে শুরু করা হয়েছে। এর মধ্যেই প্রাথমিক স্কুল গুলোতে ছুটির (School Holiday) ঘোষনা করা হয়েছে। শুধু যে গরমের কারনে এই এপ্রিল মাসে ছুটির কথা ঘোষনা করা হয়েছে তা কিন্তু নয়। সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আর এই ভোটের আগেই গরমের ছুটি (Summer Vacation) বাড়িয়ে দিল রাজ্য।
6ই মে থেকে 1লা জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল গুলো এই গুলো ছুটি গরমের। আর ভোটের জন্য এপ্রিল মাসে ছুটি (School Holiday) থাকছে স্কুল গুলো। এমনিতেই আবহাওয়াবিদরা বলেছেন দিন দিন গরমের মাত্রা বেড়েই যাবে। আর তার সাথে ভোটার উত্তেজনাও ক্রমশ বেড়েই যাচ্ছে। আর এই সব মিলিয়ে গরমের ছুটিকে এগিয়ে আনা হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একদিকে ভোট আর একদিকে গরম এই দুই কারণেই 6 মে থেকে সব সরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে ছুটি (School Holiday) পরে যাবে। আর তার আগে এপ্রিল মাসে ভোটের জন্য ছুটি থাকবে কিছু জেলায়। 19শে এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফার ভোট। প্রথম দফার জন্য 16ই এপ্রিল থেকে 20শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সব স্কুল বন্ধ থাকবে।
28 থেকে 27শে এপ্রিল দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের স্কুল বন্ধ (School Holiday) থাকবে। আগে গরমের ছুটি থাকত 12 দিন তবে গরম বেশি পড়লে ছুটির পরিমান বারিয়ে দেওয়া হয়। কিন্তু এই বছর ভোটের কারনে এই সব সরকারি স্কুল গুলো ব্যবহার করা হবে। 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত স্কুল গুলো বন্ধ থাকবে। উল্লেখ্য, স্কুল গুলো ছুটি দেওয়ার আগে প্রথম সামেটিভ টেস্ট আয়োজিত হবে।
প্রথম সামেটিভ টেস্ট শেষ হওয়ার পর স্কুল গুলোতে গরমের ছুটি দেওয়া হবে। আর রাজ্যের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই School Holiday দেওয়া হয়নি একই সাথে। যেই সকল স্কুলে ভোটকেন্দ্র করা হবে, শুধুমাত্র সেই সকল স্থানেই এই ছুটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education).
আর এই School Holiday বা প্রাথমিক স্কুলে ছুটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও নিজেদের স্কুলের প্রধান শিক্ষক/ শিক্ষিকাদের কাছ থেকেও এই সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাবে। আর এই লম্বা ছুটিতে গরমের মধ্যে নিজেদের খেয়াল রাখাটা অবশ্যই জরুরি।
Written by Ananya Chakraborty.
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে সংসদের কি সিদ্ধান্ত দেখুন।