চাকরির প্রস্তুতি

Teacher Recruitment – প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ হবে চলতি বছরেই। নিয়োগ মানে জয়েনিং।

পশ্চিমবঙ্গে ফের একবার শিক্ষক নিয়োগ বা Teacher Recruitment নিয়ে সরকারের তরফে বড় ঘোষণা করা হয়েছে। আর এই জন্য রাজ্যের অনেক চাকরিপ্রার্থীরা নিজেদের স্বপ্ন পূরণ করে শিক্ষকতার চাকরি পেতে চলেছেন। পুজোর আগে আবার খুশির খবর শোনালো রাজ্য শিক্ষা দফতর (WB Education Department). প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে এই বছরেই জানল রাজ্য সরকার (Government Of West Bengal).

Teacher Recruitment Update In West Bengal.

রাজ্য শিক্ষা দফতর এর তরফ থেকে জানান হয়েছে প্রাইমারি স্কুলে Special Educator বা বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে। বিভিন্ন শূন্য পদে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগ করবে রাজ্য। এর দ্বারা আগামী 5 বছরের মধ্যে কমবেশি 80 হাজার শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।

এক সূত্রের খবরে জানা যাচ্চে প্রথমে 2715 টি শূন্য পদের সংখ্যা তৈরী হয়েছে তবে পরে এই পদে মোট শুন্য পদের সংখ্যা হবে 5298 টি। ইতিমধ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে কলকাতা এবং জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানদের কাছে যত শীঘ্র সম্ভব বিভিন্ন স্কুলের শূন্য পদের (Teacher Recruitment) রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট’ পাঠানোর নির্দেশ চিঠি মারফত পৌঁছে গিয়েছে।

সূত্র থেকে পাওয়া খবরে ওই 5298 টি শুন্য পদ ছাড়াও উচ্চপ্রাথমিকস্তরে আরও বাড়তি শূন্য পদ থাকবে। এখনো পর্যন্ত যত গুলি শূন্যপদ তৈরি হয়েছে তা সংরক্ষণের জন্য নিয়ম মেনে রোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মান আরও উন্নত করার জন্যে Teacher Recruitment নিয়ে উদ্যোগী মমতা সরকার।

DA Update (বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট)

তাই রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তত একটি করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। সম্প্রতি স্পেশাল এডুকেটরদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি স্মারকলিপি দেওয়া হয়। যেখানে তিনি এই সকল শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) জন্য বিভিন্ন রাজ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

LIC New Policy – মাত্র 233 টাকা করে জমিয়ে পান লাখ টাকার আমানত। মধ্যবিত্তের সেরা পলিসি।

RCI (রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া) দ্বারা অনুমোদিত বিশেষ B.Ed বা বিশেষ D.El.Ed কোর্সের প্রার্থীরা এই বিষয়ে নিয়োগের জন্য যোগ্য৷ এবার এই পরিকল্পনা ঠিকঠাক মত বাস্তবায়ন হলে এই সকল শিক্ষকদের চাকরির হওয়ার (Teacher Recruitment) সম্ভবনা আছে। কিন্তু কবে থেকে এই নিয়োগ শুরু হবে সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা এই কাজ না করলে বন্ধ সরকারি সার্ভিস। রাজ্য সরকারের কড়া নির্দেশিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *