প্রকল্প

Swasthya Sathi – পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বড় খবর। সুবিধা পেতে হলে দেখুন।

স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) নিয়ে মারাত্মক মন্তব্য করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারি। স্বাস্থ্যসাথী কার্ড এর সুবিধা পেটে গেলে হাসপাতালের যাওয়ার আগে থানায় যেতে হবে। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। শুক্রবার কোচবিহারের মেখলিগঞ্জে বিজেপির (BJP) জলপাইগুড়ি সংগাঠনিক জেলার এক সভায় তিনি এই দাবী করেন। আবার এই কার্ড টিকে পচা কার্ড বলেও দাবী করেন।

Swasthya Sathi Latest News In West Bengal.

এদিন শুভেন্দু বাবু আর বলেন, আযুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ নিয়েছে অনেক রাজ্য। আর অপর দিকে পশ্চিমবঙ্গের মানুষ এই সুযোগ কেন পাচ্ছে না? দেশের 12 কোটি পরিবারের 7 কোটি মানুষ এই আয়ুষ্মান কার্ড (Ayushman Card) পেয়েছেন। আর তার মধ্যে চিকিৎসার সুযোগ পেয়েছে 5 কোটি মানুষ। এখানে কি বলে মিথ্যাবাদী, চোর মমতা? বলে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi) দিয়েছি।

এই কার্ড জলপাইগুড়ি, শিলিগুড়িতে নার্সিংহোম এ নিয়ে গেলে সুবিধা পান? আই কার্ড দিয়ে ডেলিভারি পেশেন্ট এর অপরেসন করানো যায় না। ঐ কার্ড দিয়ে ইন্টারন্যাল অপারেশন করানো যায় না। এর আগে 21এর ভোটের সময় বলেছিল আমি ভেলোরে স্বাস্থ্যসাথী কার্ড চালু করে দেব। কিন্তু 3 মাস চলু করে CMC ভেলোর বন্ধ করে দেয়। এইমস, বেঙ্গালোরের দেবী শেঠি, টাটা ক্যান্সার হাসপাতাল, হায়দরাবাদের রেড্ডি হাসপাতাল, শংকর নেত্রালয়, সিএমসি ভেলোর, গুয়াহাটি এইমস, কেউ এই পঁচা কার্ডটা নেয় না। এই পঁচা Swasthya Sathi অর্থপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল’।

এরপর তিনি দামি করেন সামনে ভোট। আর ভোটের আগে হাওয়াও খুব খারাপ। তৃণমূলকে দেখলেই সবাই চোর চোর বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে। যে অর্থোপেডিক এবার স্বাস্থ্যসাথীতে (Swasthya Sathi) করা হবে। কিন্তু কী করা হবে? ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে। যে আপনি বাথরুমে পরে গিয়েছন বা সিঁড়ি থেকে পরে গিয়েছেন। নইলে এই কাজের সুযোগ পাওয়া যাবে না।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম)

এদিন মমতা বন্দ্যোপাধ্যাকে (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ বিরোধী বলে দাবি করে শুভেন্দু বাবু বলেন, ‘উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে ঘৃণা করেন। উত্তরবঙ্গকে বঞ্চিত করেন। তিনি রাজ বংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন। গাজোলের দলীয় সমাবেশ থেকে মতুয়াদের আরাধ্য গুরুচাঁদ ঠাকুরকে অবমাননাকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী (Swasthya Sathi).

36000 টাকা পাবেন এই প্রকল্পে। মোদী সরকারের ঘোষণা। আবেদন শুরু হয়ে গেছে।

মালদা থেকে আলিপুরদুয়ারে একটাও নিউরোসার্জন নেই। চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত হচ্ছে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের হাজার হাজার ছেলে পরিযায়ি শ্রমিক হিসেবে কাজ করছে। উত্তরবঙ্গের কোনো উন্নয়ন মমতা ব্যানার্জি করেননি। তবে Swasthya Sathi কার্ড নিয়ে সরকারের তরফে এখনো পর্যন্ত কোন ধরণের মন্তব্য করা হয়নি। এই কথা গুলি শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
Written by Ananya Chakraborty.

22nd জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে সরকারি ছুটি ঘোষণা একাধিক রাজ্যের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *