প্রকল্প

Utkarsh Bangla – উৎকর্ষ বাংলা প্রকল্পে এই সুবিধা পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন চলছে।

পশ্চিমবঙ্গ সরকার এর তরফে Utkarsh Bangla বা উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে আসা হয়েছে। ২০১১ সালের পর থেকে রাজ্যের সকল মানুষের কল্যাণসাধনের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য পর্যন্ত সব ধরণের প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব (Unemployeement). এবারে এই কথা মাথায় রেখে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে।

Utkarsh Bangla Scheme Apply Process.

রাজ্যে কর্মসংস্থান নেই ফলে বেকার রয়েছে বহু শিক্ষিত তরুন তরুণী। রাজ্যের কর্মসংস্থান না থাকার দাবি জানিয়েছেন অনেকেই। তাই রাজ্যের তরুন তরুণীদের কর্মসংস্থানে সাহায্য করার জন্যে রাজ্য সরকার নতুন নতুন সব প্রকল্প নিয়ে আসছে। সেই সব প্রকল্প গুলোর মধ্যে একটি হল “Utkarsh Bangla”. এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তরুন তরুণীদের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম হল স্বল্প মেয়াদী কোর্স চালু করা। এই কোর্স গুলোতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে। রাজ্য সরকার Utkarsh Bangla প্রকল্পের মাধ্যমে এই কোর্স গুলো চালু করবে। এই প্রকল্পের (Utkarsh Bangla) মাধ্যমে চিকিৎসা পরিষেবায় সহকারি হিসেবে নিয়োগের জন্য 15 টি বিষয়ে স্বল্প মেয়াদি কোর্স চালু করবে সরকার।

উৎকর্ষ বাংলায় আবেদনে কি যোগ্যতা লাগবে

প্রথমত, ল্যাব টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান এবং ব্লাড কালেক্ট এর কোর্সের জন্য উচ্চমাধ্যমিকে বায়ো সাইন্স ব্যাক গ্রাউন্ড থাকতে হবে। দ্বিতীয়ত, কার্ডিয়াক কেয়ার এবং হাসপাতালের প্রশাসনিক কোর্সের জন্য মাধ্যমিক পাশ (Madhyamik Passed) যোগ্যতা থাকলেই হবে। আর চলতি দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন।

উৎকর্ষ বাংলার কোর্স কোথায় হবে

যে সব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গুলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত আছে সে সব প্রতিষ্ঠান গুলোতে এইসব কোর্স করানো হবে। এছাড়াও স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্টের অনুমোদন থাকতে হবে কলেজ গুলিতে। আর আবেদনের (Utkarsh Bangla) পরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।

উৎকর্ষ বাংলা প্রকল্পে কি কি কোর্স করানো হবে

  • ল্যাব টেকনিসিয়ান
  • এক্স রে টেকনিসিয়ান
  • ব্লাড কালেক্ট
  • কার্ডিয়াক কেয়ার
  • হাসপাতালের প্রশাসনিক
Amar Karmadisha (আমার কর্মদিশা)

কোর্স গুলোর মেয়াদ – এই প্রতিটা কোর্স এর আলাদা আলাদা সময়সীমা আছে। তবে যদি ঘন্টার হিসেব ধরেন তাহলে 360 থেকে 720 ঘন্টার মধ্যে কোর্স গুলো হবে চলেছে। এই কোর্স গুলোতে থিওরি এবং প্রাকটিক্যাল ক্লাস করানো হবে। পরে সরাসরি প্রশিক্ষণ এরও ব্যবস্থা থাকবে। এই কোর্স চালু করার উদ্দেশ্য – এই কোর্স গুলো চালু করার উদ্দ্যেস্য হল মূলত গ্রামের চিকিৎসাকে আর উন্নত করা (Utkarsh Bangla).

দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদনে দারুণ সুবিধা পাবেন।

আর গ্রামের মানুষের চিকিৎসার জন্য যারা যুক্ত রয়েছেন তাদের কথা মাথায় রেখে এই কোর্স গুলি চালু করা হয়েছে। এছাড়া প্রচুর তরুন তরুণী বেকার আছে তাদের কর্মসংস্থান এর সুযোগ করে দেবার জন্য চালু কর হয়েছে এই প্রকল্প। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যোগযোগ করুন। আপনারা Utkarsh Bangla প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

রাজ্যের নতুন প্রকল্প। সিনিয়র সিটিজেনদের বিশাল সুবিধা দিচ্ছে রাজ্য সরকার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *