প্রকল্প

Yuvashree Prakalpa – বাংলার ছেলে মেয়েদের 1500 টাকা করে দিচ্ছে সরকার, নাম লেখাতে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান সরকারি প্রকল্পের মধ্যে যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa অন্যতম জনপ্রিয়। এই যুবশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের বেকার যুবক-যুবতীদের কিছু মাসিক ভাতা দেয় সরকার। এটিকে বেকারভাতা বলা হয়। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রকল্প চালু হয়েছে।

তবে কেবলমাত্র সম্পূর্ণরূপে বেকার যুবক-যুবতীরা, এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যুবশ্রী প্রকল্পের বা Yuvashree Prakalpa এর অধীনে সুবিধাভোগী ব্যক্তিরা প্রতি মাসে বেশ কিছু অর্থ পান সরকারের তরফে। এই অর্থ হলো দেড় হাজার টাকা।

যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa এ আবেদনের খুঁটিনাটি জানতে পড়ুন বিস্তারিত।

কাদের জন্য এই যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa স্কিমটি প্রযোজ্য?
১) যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa ১৮ থেকে ৪৫ বছর বয়সী আবেদনকারীদের জন্য।
২) এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
৩) পাশাপাশি আবেদনকারীর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে
৪) তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

কীভাবে আবেদন করতে হবে?
“যুবশ্রী প্রকল্প” বা Yuvashree Prakalpa এ আবেদন করার কেবলমাত্র একটিই পদ্ধতি আছে। তা হল –
১) পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের (www.employmentbankwb.gov.in) মাধ্যমে আবেদন করা।
২) আবেদন করার জন্য প্রথমে হোমপেজে Job seeker অপশনে ক্লিক করুন।
৩) এরপর, নতুন এনরোলমেন্ট জব সিকার হিসাবে নিজেকে রেজিস্টার করুন।
৪) রেজিস্টারে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, কাস্ট, জন্ম তারিখ ইত্যাদি লিখুন।
৫) ফর্মটি ফিলাপ করে Submit অপশনে ক্লিক করুন৷

নতুন ব্যবসা করবেন? এখানে ক্লিক করুন

আবেদন করতে যা যা নথি লাগবে-
১) ঠিকানার স্থায়ী প্রমাণ
২) আবেদনকারীর রেশন কার্ড
৩) ভোটার আইডি
৪) আধার কার্ড

৫) পাসপোর্ট (যদি থাকে)
৬) জন্ম সার্টিফিকেট
৭) সমস্ত পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট

৮) কর্মসংস্থান ব্যাঙ্কের রেজিস্ট্রেশন কার্ড
৯) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
১০) শারীরিক প্রতিবন্ধকতা শংসাপত্র (যদি প্রয়োজন হয়) কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

১১) বার্ষিক আয়ের শংসাপত্র
১২)আবেদনকারীর স্ব-ঘোষণা সার্টিফিকেট
১৩) বেকারত্বের শংসাপত্র

মানবিক প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে মমতা, নাম লেখাতে এখানে ক্লিক করুন।

আবেদন জমা করার পর যাচাই করার পরে তালিকা প্রস্তুত করা হয়। লিস্টে নাম থাকা সুবিধাভোগীরা প্রতি মাসে দেড় হাজার টাকা পাওয়ার অধিকারী। এক্ষেত্রে জেনে রাখা দরকার যে, যুবশ্রী বেকার ভাতা শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীকে দেওয়া হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় না৷
প্রতিদিন আরও অনেক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

Related Articles

3 Comments

  1. I am Dipak Kumar Dey . I am an unemployed / bekar youth . I have applied on 20/03/2013 for Yuvashree Prakalpa . I have not got Rs. 1500/-from W.B.Govt. still now . My age is 50 plus . I had visited many times in Bankura Employment Exchange Office for bekar vata . The officers did not listen to my request . I am very much poor & live in wretched condition .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *