টেট

Primary TET Case – 32000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ। কি নির্দেশ দিলো আদালত।

32 হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary TET Case) সংক্রান্ত মামলার কাল 3রা অক্টোবর শুনানি ছিল। কাল আদালত কী রায় দিল তা জানার জন্যে সবাই মুখিয়ে আছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে (Division Bench) 32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল এর মামলার শুনানি ছিল কালকে। মোট 41 টি মামলাকে এক সঙ্গে করে শুনানি হয় কালকে।

Primary TET Case Latest Update In Calcutta High Court.

তবে কালকের শুনানি তে কী ঘটল? কী রায় দিল আদালত? কালকের শুনানিতে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কোনো রায় দেয়নি, তাই আবার ঝুলে থাকল শিক্ষকদের ভাগ্য। কলকাতা হাইকোর্ট আবার শুনানির দিন ধার্য করেছে। 32 হাজার প্রাথমিক শিক্ষকের মামলার (Primary TET Case) পরের শুনানি হবে 6ই ডিসেম্বর। 32 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly).

বিচারপতি তার এই নির্দেশে জানিয়েছিল, তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE) এই শূন্য পদে যথাযথ প্রক্রিয়া মেনে নিয়োগ (WBBPE Primary TET Case) শেষ করতে হবে। কিন্তু পরে রাজ্য এই সব শিক্ষকদের পাশে দাঁড়ায় । চাকরি বহাল থাকার পরেও কেনো নতুন নিয়োগে অংশ নিতে হবে এই বিষয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) যায় পর্ষদ ও শিক্ষকদের একাংশ।

সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ মামলার রায়তে 32 হাজার শিক্ষকের চাকরি (Primary TET Case) বাতিলে স্থগিতাদেশ দেওয়া হয় এবং বলা হয় শিক্ষকের চাকরি যাবে কিনা তা নির্ভর করবে হাইকোর্টের রায় এর উপর এবং তারপরে এই মামলাটিকে আবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয়। নিম্ন আদালত থেকে নথি তলব করে ডিভিশন বেঞ্চ।

DA Increase (বকেয়া ডিএ বৃদ্ধি)

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় চাকরি বাতিলের (Primary TET Case) স্থগিতাদেশ বজায় থাকবে যতক্ষণ না শুনানি হচ্ছে। বড় আগে সুপ্রিম কোর্ট অনুরোধ করে ক্ষতিগ্রস্থদের কথা শুনে ডিভিশন বেঞ্চকে চূড়ান্ত রায় দিতে। তা হলে বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ ও চাকরিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটবে।

Oil Price – পুজোর আগে তেলের দাম ফের বাড়ল, মধ্যবিত্তের পকেটে টান।

সুপ্রিম কোর্ট একক বেঞ্চের চাকরি বাতিল এর রায় নিয়ে সরাসরি কোন নির্দেশ দেয়নি। ঘুরপথে চাকরি বাতিলের নির্দেশ বহাল আছে। একক বেঞ্চের রায় দেওয়া স্থগিতাদেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এবারে এই Primary TET Case বা ৩২ হাজার শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি আদৌ বহাল থাকবে নাকি এই চাকরি বাতিলের নির্দেশ কার্যকর রাখা হবে।

Govt Jobs Alerts – অক্টোবর মাসে কেন্দ্র ও রাজ্য সরকারের 10 টি চাকরিতে আবেদন চলছে। সরকারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *