পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ! পুজোর আগে দারুণ খবর
উৎসবের মরশুমের আগেই এবার রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) জন্য বড় সুখবর দিল অর্থ দপ্তর (WB Finance Department). এখন থেকে তাদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এমনটাই জানানো হয়েছে অর্থ দপ্তরের তরফে (Government of West Bengal). দুর্গাপূজো (Durga Puja) আসতে আর মাত্র মাস খানেকের অপেক্ষা। এরপরেই পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালি। মহালয়া আসতে আর একমাসও বাকি নেই।
Government of West Bengal Finance Department Publish Notice for Employees
ইতিমধ্যেই সব জায়গায় প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। তবে এর মাঝেই রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর। সোমবার অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এখন থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা। গতকাল রাজ্য অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য ঘোষণা!
এতদিন অবধি সরকারি কর্মীদেরা ১৭টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো। হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তাঁরা। স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাঁদের দিত সরকার। তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হল।
সরকারি কর্মীদের হেলথ স্কিম নিয়ে সিদ্ধান্ত
সম্প্রতি জানানো হয়েছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা স্কিৎজোফ্রেনিয়া, হ্যালুসিনেশনের মতো মোট ৬ ধরণের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার, আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে (Health Scheme) খরচ পাবেন। সাম্প্রতিক অতীতে এই ধরণের রোগ বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি কর্মীরা এতদিন নিউরোসাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে আউটডোরে অথবা প্রাইভেটে চিকিৎসা করালে খরচ পেতেন না।
- পশ্চিমবঙ্গ সরকারের দারুণ সিদ্ধান্ত
তাই এবার তাঁদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা। তবে এই ধরণের অসুখের ক্ষেত্রে সব সময় হাসপাতালে ভর্তি হতে হয় না। বাড়িতে রেখেও চিকিৎসা করা যায়। ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগুনতি সরকারি কর্মচারীর সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে 300 টাকা ছাড় পাবেন! ‘হাসির আলো’ প্রকল্পে আবেদন করুন
রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মধ্যেই সরকারের তরফ থেকে নানান সিদ্ধান্ত নেওয়া হয়। মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়াও এরই একটি নিদর্শন। শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়েও যে রাজ্য সরকারের কড়া নজর রয়েছে তা এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার। সরকারের অর্থ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে এবার বহু সরকারি কর্মীর উপকার হবে বলেই মনে করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি অসংখ্য কর্মী অত্যন্ত খুশি হয়েছেন।
Written by Sampriti Bose.