TET Certificate – টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো SSC. কিভাবে পাবেন দেখুন
পশ্চিমবঙ্গে টেট সার্টিফিকেট (TET Certificate) দেওয়া নিয়ে WBSSC (West Bengal School Service Commission) এর তরফে সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য এক নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। TET (Teacher Eligibility Test) পরীক্ষায় যে সব প্রার্থীরা পাশ করে তাদের সবাইকেই একটি সার্টিফিকেট দেওয়া হয়। আর এই সার্টিফিকেট আগামীদিনে চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগে।
WBSSC Upper Primary TET Certificate 2024.
তবে এই TET Certificate গুলো এখন অনেকেই তোলেননি। শেষ বারের জন্য পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি টেট পরীক্ষা (Upper Primary TET Exam) বহু দিন আগে হয়েছিল। তখন অনেকেই সার্টিফিকেট তোলেননি বা পাননি। এবার এই সার্টিফিকেট নিয়েই এক বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কি বলা হয়েছে সেই নোটিসে চলুন দেখে নিন।
পশ্চিমবঙ্গে আপার প্রাইমারী টেট সার্টিফিকেট
উচ্চ প্রাথমিক টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি এমন প্রার্থীদের জন্য একটি নোটিস ঘোষনা করল SSC দক্ষিন পুর্ব রিজিয়ান (WBSSC South Eastern Region). যে সব TET Certificate গুলো দেওয়া হয়নি সে গুলো 14 ই জুন 2024 থেকে 5 ই জুলাই 2024 পর্যন্ত। যারা এখন এই সার্টিফিকেট নেননি বা পাননি তাদেরকে এই তারিখের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
টেট সার্টিফিকেট কিভাবে পাবেন?
এই TET Certificate গুলো দেওয়া হবে বারাসাত জেলা পরিষদের ভবন (Zilla Parisad) থেকে। সার্টিফিকেট নেওয়ার পর SSC এর সেন্ট্রাল কমিশনে যেতে হবে লাইফটাইম বৈধ্য করনের জন্যে। আর এই সার্টিফিকেট বৈধ করাটা খুবই জরুরি। আর একবার বৈধ না করা হলে হয়তো আপনারা এর কোন ধরণের সুবিধা ভবিষ্যতে পাবেন না বলে মনে করছেন অনেকে।
টেট সার্টিফিকেটের বৈধতা কত?
একবার আপনারা এই আপার প্রাইমারী টেট সার্টিফিকেট (Upper Primary TET Certificate) বৈধ করে নিলেই হল বার বার একই কাজ আপনাকে করতে হবে না। তাহলে এবারে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। যার মাধ্যমে আপনারা আরও খুব সহজে এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
স্কুল সার্ভিস কমিশনের নোটিসে কি বলা হয়েছে?
নোটিসে বলা হয়েছে, WBSSC এর পরিপ্রেক্ষিতে, সব TET যোগ্য প্রার্থীদের এত দ্বারা অবহিত করা হচ্ছে যে অবন্টিত TET Certificate গুলো বিতরণ করা হবে অফিস থেকে। 14 ই জুন 2024 থেকে 5 ই জুলাই 2024 এর মধ্যে অফিসের কাজের সময়। তদানুসারে, সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের প্রাসঙ্গিক নথি জমা দিয়ে টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্যে জানান হচ্ছে।
ফিক্সড ডিপোজিটে সুদের হার কোন ব্যাংকে বেশি? সর্বশেষ রেট দেখে নিন
টেট সার্টিফিকেট পাওয়ার জন্য ডকুমেন্ট
TET পরীক্ষার এডমিট কার্ড (TET Admit Card) এবং ফোটো আইডি প্রমান দেখিয়ে অফিসে নির্ধারিত সময়ের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আরো জানান হয়েছে, শংসাপত্রের জীবন কাল অর্থাৎ ‘Lifetime’ বৈধ্যকরনের জন্যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস (WBSSC) কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে হবে। আপার প্রাইমরিতে শেষ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2014 তে। তার আগে 2011 তে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল।
Written by Ananya Chakraborty.