TET পাশ করলেই হবে ব্যাস! সকল উত্তীর্ণদের জন্য বড় সিদ্ধান্ত নিলো WBSSC
পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে টেট নিয়োগ (TET) নিয়ে অনেক দুর্নীতি দেখা দিয়েছে এবং এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে কয়েক হাজার নিয়োগ হয়েছে ইতি মধ্যেই। এছাড়াও কিছু দিন আগে ৩২০০০ শিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি (Justice Abhijit Ganguly). ফের এই নিয়ে বড় খবর পাওয়া গেল (West Bengal School Service Commission).
WBSSC TET Certificate Download.
কিন্তু বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী জুলাই বা আগস্ট মাসে এই TET Recruitment বা টেট নিয়োগ নিয়ে কোন বড় সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্ট। আর এবারের এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করা হল। আপনি কি টেট (TET) পাশ করেছেন?
পশ্চিমবঙ্গে টেট সার্টিফিকেট ডাউনলোড
এখনও চাকরি পাননি তাহলে আপনার জন্য থাকছে দারুন খবর। এবার টেট পাশ করলেই কেল্লাফতে। টেট (TET) পাশ করলেই অর চিন্তা নেই। সম্প্রতি চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন (WBSSC). এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা SSC. আর রাজ্যের সকল টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত।
SSC এর বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
গত মাস অর্থাৎ জুন মাসের 18 তারিখে স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, উচ্চ প্রাথমিক টেট (TET) পাশ চাকরি প্রার্থীদের পরীক্ষার বৈধ্য শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে। এই শংসাপত্রের বা সার্টিফিকেটের মেয়াদ হবে আজীবন অর্থাৎ এই টেট (TET) পরীক্ষায় একবার পাশ করলেই সাড়া জীবন একাধিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন।
আগে টেট শংসাপত্র দেওয়া নিয়ে কি নিয়ম ছিল?
আগের নিয়ম অনুযায়ি National Council for Teacher Education (NCTE) দ্বারা টেট পাশ পরীক্ষার্থীদের টেট পাশ সার্টিফিকেটের বৈধ্যতা ছিল 7 বছর। তবে এবার এই নিয়ম পাল্টে গিয়েছে। পরে এই নিয়মের বদল এনে এই টেট সার্টিফিকেটের বৈধ্যতা করা হয়েছে আজীবন। এবার এই পদক্ষেপ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন (SSC) টেট পাশ করা চাকরিপ্রার্থীদের শংসাপত্র দেবার সিদ্ধান্ত নিল।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কি জানালো?
স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘2011 সালে আয়োজিত উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শংসাপত্রে সংগ্রহের জন্য আবেদন জানান হয়েছে। যারা এই শংসাপত্র সংগ্রহ করতে চাইছে তাদের আগামী 31 শে জুলাই পর্যন্ত যে কোনো কর্মদিবসে দুপুর 2 টোর মধ্যে সার্টিফিকেট (TET Certificate) সংগ্রহের জন্য আবেদন জনাতে পারবেন।
কোথায় দেওয়া হবে টেট সার্টিফিকেট?
স্কুল সার্ভিস কমিশন এর বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে যোগ্য বিবেচিত প্রার্থীরা বৈধ্য শংসাপত্র দেওয়া হবে। কবে কোথায় দেওয়া হবে সার্টিফিকেট তা নিয়ে ইতিমধ্যে কর্মসূচি প্রকাশ করেছে SSC. বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কলকাতায় স্কুল সার্ভিস কমিশন এর সদর দপ্তর আচার্য সদন (Acharya Sadan) থেকে আজীবন বৈধ শংসাপত্র দেওয়া হবে।
বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের বড় পদক্ষেপ! ব্যাকফুটে পশ্চিমবঙ্গ সরকার
এর সাথেই স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) বিভিন্ন আঞ্চলিক অফিস যেমন মালদা (উত্তরাঞ্চলীয়), বারাসাত (দক্ষিণ পূর্বাঞ্চলীয়), বর্ধমান (পূর্বাঞ্চলীয়), বাঁকুড়া (পশ্চিমাঞ্চলীয়) থেকেও এই সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.