ছুটি

Holiday: এবার আরও ছুটি! সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা দেখে আনন্দে লাফাবে সকলে

ছুটির (Holiday) খবর পেলেই স্বাভাবিক ভাবেই খুশি হয় ছোট থেকে বড় সবাই। এক ঘেয়েমি জীবন কাটাতে কার ভালো লাগে? মাঝে একটু ছুটি পেলে পরিবারে সাথে সময় কাটান যায়, কোথাও ঘুরতে যাওয়া যায় এতে মন ভালো থাকে। তাই ছুটির খবর পেলেই মন আনন্দে ভরে ওঠে। আগস্ট মাস প্রায় শেষের দিকে। আর দুই দিন বাকি আগস্ট মাস শেষ হতে, তারপরই সেপ্টেম্বর মাস শুরু হতে চলেছে।

Holiday List for September 2024

আজ আপনাদের সেপ্টেম্বর মাসের ছুটির খবর দেব। সেপ্টেম্বর মাসে অনেক গুলো ছুটি রয়েছে। চলুন দেখে নিন সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা। আর এই ছুটি কারা কারা পাবে সেই সম্পর্কেও দেখে নেওয়া যাবে। আর মাসের শুরুর আগেই এই ছুটি (Holiday) সম্পর্কে জেনে নিলে আখেরে আপনাদেরই অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক।

সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা

বাঙালির বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তার আগেই সেপ্টেম্বর মাসে থাকছে অনেক ছুটি (Holiday). স্কুল-কলেজ, ব্যাঙ্ক, সরকারি বেসরকারি অফিস কাছারি সব থাকবে ছুটি। এই মাসে স্কুল কলেজ অফিস গুলোতে সাপ্তাহিক ছুটির পাশাপাশি থাকবে অনেক গুলো ছুটি। এই ছুটির দিন গুলোতে পুজোর কেনাকাটা সেরে ফেলতে পারেন। সেপ্টেম্বর মাসের পুরো ছুটির তালিকা দেওয়া হল নিচে।

সেপ্টেম্বর মাসে স্কুল ছুটির তালিকা

সেপ্টেম্বর মাসে রবিবার পড়েছে 5 টি। শনিবারে কোনো কোনো স্কুলে থাকে পুর্ণ ছুটি আবার কোনো কোনো স্কুলে থাকে অর্ধ ছুটি। এই গুলো ছাড়াও আরো কয়েক দিন ছুটি পাবে স্কুল, কলেজ, অফিস গুলো। কয় দিন ছুটি পাবে তারা দেখে নিন। সেপ্টেম্বর মাসে রবিবার ধরে মোট 7 টি ছুটি পাবে সরকারি কর্মী ও পড়ুয়ারা। এই মাসে রয়েছে গনেশ চতুর্থী।

DA Hike (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

এই উৎসবে গোটা দেশবাসী মেতে ওঠে। সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা স্কুল ক্যালেন্ডারে দেওয়া হয়েছে ছুটির তালিকা (Academic Holiday List). এবার 7 ই সেপ্টেম্বর শনিবার পড়েছে গনেশ চতুর্থী। 15 ই সেপ্টেম্বর রবিবার পরেছে ওনাম। 16 ই সেপ্টেম্বর সোমবার পরেছে ঈদ মিলাদ। উপরোক্ত ছুটি গুলো ছাড়াও বিভিন্ন জায়গা বিশেষে বা এলাকাভিত্তিক ছুটি দেওয়া হয়।

NPS না UPS কোন পেনশন স্কিমে বেশি টাকা পাবে সরকারি কর্মীরা?

তাই কোনো রাজ্যে বেশি ছুটি থাকতে পারে অবার কোনো রাজ্যে কম। উল্লেখ, এই ছুটির তালিকায় দেওয়া ছুটি গুলো দেশের সব জায়গায় পালন করা হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল কলেজ এবং সরকারি অফিস গুলি বেশ অনেকদিনই ছুটি (Holiday) থাকবে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *