West Bengal – পুজোর আগেই অক্টোবরে ফের ছুটির আবহ রাজ্যে। বন্ধ থাকছে স্কুল কলেজ সরকারি অফিস?
আর মাত্র ২৫ দিনের অপেক্ষা তারপর সমগ্র রাজ্যে (West Bengal) শুরু হতে চলেছে পুজোর মরশুম। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালি পুজো, ভাইফোঁটা এরই সঙ্গে আরও অনেক উৎসব। যেই মরশুম টানা নভেম্বর মাসের শেষ পর্যন্ত চলবে। আর এরই মধ্যে পূজোর আগেই অক্টোবর মাসে ২ দিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাথে অফিসও ছুটি থাকার কথা ঘোষনা করল রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ। বস্তুত সেপ্টেম্বর মাসেই করম পূজা উপলক্ষে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিসেও ছুটি দিয়েছে রাজ্য সরকার।
New Holiday In West Bengal?
এর পরেই অক্টোবর মাসে উৎসবের মরসুমে একটা বড় ছুটি আসতে চলেছে। তবে উৎসবের ছুটির আগেই অক্টোবর মাসের ১০ই অক্টোবর, মঙ্গলবার এবং ১১ই অক্টোবর, বুধবার সমগ্র পশ্চিমবঙ্গের (West Bengal) কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রায় দুইশোরও বেশি দিন ধরে ডিএ ইস্যুতে আন্দোলন করে চলেছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ।
কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারী কর্মীরা। আর সেখানে রাজ্য সরকারি কর্মীরা (West Bengal) পায় ৬ শতাংশ। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার পরিমাণ অনেকটাই কম।বর্তমানে রাজ্য সরকারের ডিএ দেওয়ার মতো আর্থিক ক্ষমতা যে নেই, সেটা স্পষ্ট ভাষায় নবান্নের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছিল আগেই।
তবে তাতেও কোনও লাভ হয়নি। সরকারি কর্মীরা তাঁদের দাবিতে অনড়। বরং ধর্মঘট, মহামিছিলে ঝাঁঝ বেড়েছে আরও। এবার প্রশ্ন উঠছে, আন্দোলনারীদের কাজের সময় নিয়ে। যে সময়ে স্কুলে বা অফিসে থেকে কাজ করার কথা, সেই সময় কেন রাস্তায় থাকছেন কর্মীরা? প্রশ্ন তুলেছেন খোদ রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন কেটে নেওয়ার দাবি জানিয়েছেন মন্ত্রী অখিল গিরিও।
তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা কোনও কাজের সময় নষ্ট করছেন না। প্রাপ্য বা অধিকারের ছুটি নিয়েই আন্দোলন করছেন তাঁরা। এমতাবস্থায় সংগ্রামী যৌথ মঞ্চের দাবি পুজোর আগেই তাদের বকেয়া ডিএ মেটানো হোক। আর এই দাবিতেই গত ফেব্রুয়ারী মাসের পর আবারও কর্মবিরতির ডাক দিয়েছে তারা। গতবার তাদের আন্দোলন ব্যর্থ হলেও এবার পুজোর আগে তাদের আন্দোলন সফল হতেও পারে বলেই মনে করছেন আন্দোলনকারীদের একাংশ।
LPG Gas – বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে, পুজোর আগে বড় ঘোষণা সরকারের।
এবারে আমাদের সকলের অপেক্ষা করতে হবে যে এই দুই দিন আদৌ কর্মবিরতি হয় কিনা আমাদের রাজ্যে (West Bengal). কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন যে সরকারের তরফে এই নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেই নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে কোন ধরণের পদক্ষেপ নেওয়া হয়নি বা কিছু বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়নি। এবারে দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কি হতে চলেছে।
ICDS Anganwadi Recruitment – 5 টি জেলায় প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। যেকোনো জেলার