ছুটি

Summer Vacation – পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে আনা হল। কতদিন ছুটি বাড়ল? দেরি না করে জেনে নিন।

সরকারি স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের জন্যে দারুন খবর। এই বছরের গরমের ছুটি (Summer Vacation 2024) অনেকটা এগিয়ে আনা হল। এমন টাই শোনা যাচ্ছে। কেনো গরমের ছুটি বাড়ান হল? আর এই ছুটির (Holiday) ফলে কতটা সুবিধা হবে? এই সব নিয়ে বিস্তারিত জানাব আজকে আপনাদের। সামনেই ভোট আর এই ভোটের আগেই গরমের ছুটি বাড়িয়ে দিল রাজ্য। এই গরমের ছুটি (Summer Vacation) মূলত ভোটের কারণই বাড়ান হয়েছে।

WBBSE WBBPE Announce West Bengal Summer Vacation In Schools.

এবার 22 দিন ছুটি থাকবে। 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল গুলো। এমনিতেই আবহাওয়াবিদরা বলেছেন দিন দিন গরমের মাত্রা বেড়েই যাবে। আর তার সাথে ভোটার উত্তেজনাও ক্রমশ বেড়েই যাচ্ছে। আর এই সব মিলিয়ে গরমের ছুটিকে (Summer Vacation) এগিয়ে আনা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদিকে ভোট আর একদিকে গরম এই দুই কারণেই 6 মে থেকে সব সরকারি স্কুল গুলোতে ছুটি (Holiday) পরে যাবে। আর সেটা একেবারে টানা 22 দিন ছুটি পাওয়া যাবে। গরমের ছুটি এগিয়ে এলে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক ও অশিক্ষা কর্মী সবারই সুবিধা হবে। তবে এই গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনার ফলে উত্তরবঙ্গের স্কুল পড়ুয়া ও শিক্ষকদের আখেরে কতটা লাভ হবে এটাই এখন প্রশ্ন।

কারন সেখানে ভোট আগে। আর মে মাস এর দিকে উত্তরবঙ্গের অনেক জেলাতেই সেভাবে গরম পড়ে না। সেক্ষেত্রে অসন্তোষ থেকেই যাচ্ছে। তবে সামগ্রীক পরিস্থিতিতে এই গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে নিয়ে আসার জেরে স্বস্তি পাবে পড়ুয়ারা। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত উঠে আসছে। শিক্ষানুরাগি ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারি বলেন? 6ই মে আজ থেকে ঠিক 1 মাস 5 দিন পর।

এখন থেকে এইভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। তেমন পরিস্থিতি হলে ছুটি আর এগিয়ে আনতেও হতে পারে। আবার নাও পারে। এত তাড়াতাড়ি ঘোষনা না করে পরিস্থিতির উপরে নজর রেখে কয়েকদিন আগেই তা ঘোষনা করাই বাস্তবসম্মত ছিল। 19শে এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফার ভোট। প্রথম দফার জন্য 16ই এপ্রিল থেকে 20শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির সব স্কুল (Summer Vacation) বন্ধ থাকবে।

Interest Rate (সুদের হার)

28 থেকে 27শে এপ্রিল দার্জিলিং, কালিম্পং ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের স্কুল বন্ধ থাকবে। আগে গরমের ছুটি (Summer Vacation) থাকত 12 দিন তবে গরম বেশি পড়লে ছুটির (Summer Holiday) পরিমান বানরিযে দেওয়া হয়। কিন্তু এবছর ভোটের কারনে এইসব সরকারি স্কুল গুলো ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ছুটির মেয়াদ বেড়ে 22 দিন হয়ে গেল। 6ই মে থেকে 2রা জুন পর্যন্ত স্কুল গুলো বন্ধ থাকবে।

মাসের শুরুতেই পেনশন নিয়ে বড় খবর। চাকরি না করলেও 10 হাজার টাকা পাবেন।

আর এবারে সামগ্রিক পরিস্থিতির ওপরে বিচার করে এই Summer Vacation বা গরমের ছুটি বৃদ্ধি বা কমিয়ে দেওয়া হতে পারে। আর এবারে দেখার অপেক্ষা যে ২রা জুন স্কুল খোলা হবে নাকি বিগত বছর গুলোর মত আরও এই ছুটি বাড়িয়ে দেওয়া হতে পারে নাকি সেই দিকেই নজর সকলের। আর এই ছুটির কোথা শুনে খুদেরা খুবই খুশি হয়েছে। এই গরমের ছুটিতে আপনারা কোথায় বেড়াতে যাবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

নতুন করে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *