Weather Update – তাপপ্রবাহ নিয়ে চরম সতর্কতা রাজ্যে। অস্বস্তিকর আবহাওয়া থেকে কিভাবে বাঁচবেন?
শীতকাল যেতে না যেতেই গরমের দাবদাহ শুরু (Weather Update). বৈশাখ মাস পড়ার আগেই গরমে হাসফাঁস করছে মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে খবর এসেছে আরো বাড়তে পারে গরম। এর ফলে চিন্তা ও ভয় দুই চলছে মানুষের মনে। এর আগের বছরই আবহাওয়াবিদরা (India Meteorological Department) বলেছিল 2024 সালে গরম আরো বাড়তে পারে।
Heat Wave Alert Weather Update In West Bengal.
প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে গরম। কবে হবে বৃষ্টি কি বলছে আবহাওয়া দফতর চলুন দেখে নিন। আজ বুধবার আজ থেকে তাপপ্রবাহ শুরু দক্ষিনবঙ্গে। হিট ওয়েভ অ্যালার্ট (Heat Wave Alert) জারি করা হয়েছে পশ্চিমের জেলা গুলোতে (Weather Update). গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উষ্ণতা আরো বাড়বে। আপাতত বৃষ্টির কোনো সম্ভবনা নেই দক্ষিনবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিনবঙ্গে গরমের দাবদাহ থাকলেও উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গের উপরের জেলা গুলোতে। তার সাথে দক্ষিনবঙ্গের ও কিছু জেলাতে ওই দিন বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা থাকছে। তবে বৃহস্পতিবারের (Weather Update) আগে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাতে গরমের দাবদাহ চলবে।
কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া (Weather Update) চলবে। দিনের বেলায় তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে 38 বা 40 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় দম বন্ধ করা আবহাওয়া চলবে কলকাতায়। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। কিন্তু আগামী রবিবারে বৃষ্টির পূর্বাভাস আছে। কিন্তু তাতেও যে কতটা সুবিধা হবে সেই নিয়ে সন্ধেহ আছে সকলের মধ্যে।
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সর্বচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার (Weather Update) থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 30 থেকে 91 শতাংশ।
আগামী 24 ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 28 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এই গরম থেকে বাঁচার জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, হাত মুখ ঢেকে বাইরে বেরবেন, ORS ব্যবহার করুন, দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত খুব দরকার না হলে বাইরে রোদ্দুরে বেরবেন না। আর Weather Update এর দিকে অবশ্যই নজর রেখে নিজের দৈনন্দিন জীবনের চলাফেরা নির্ধারণ করবেন।
Written by Ananya Chakraborty.
কোন গ্যারান্টি ছাড়াই 50 হাজার টাকা দেবে মোদী সরকার। ব্যাংকে একাউন্ট থাকলেই হবে।