সুখের দিন শেষ! এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে গুনতে হবে টাকা
সমগ্র বিশ্বজুড়ে ফেসবুক, টেলিগ্রাম, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল সাইটগুলির জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। অন্যান্য সাইটগুলির তুলনায় নাগরিকদের মধ্যে মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ যথেষ্ট জনপ্রিয়। তবে শুধুমাত্র মেসেজের জন্য নয়, হোয়াটসঅ্যাপ তার ভিডিও কল এবং ভয়েস কলের মতো বিভিন্ন আকর্ষণীয় ফিচারের কারণে ভারত তথা সমগ্র বিশ্বের নাগরিকদের মধ্যে বিশেষভাবে পরিচিত। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল কিংবা ভয়েস কল করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এক টাকাও খরচ করতে হয় না। কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, নাগরিকদের এই সুখের দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আগামী দিনে ভয়েস কল এবং ভিডিও কলের উপর চার্জ বসাতে চলেছে হোয়াটসঅ্যাপ।
অর্থাৎ পরবর্তীকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস কল এবং ভিডিও কল করার ক্ষেত্রে আপনাকে নিজস্ব টাকা খরচ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করার ক্ষেত্রে কতো চার্জ করা হবে তা বিষয়ক নানাপ্রকার সার্কুলার প্রকাশ করা হচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে। বর্তমানে আপনার স্মার্টফোনে কোনো সিম কার্ড না থাকলেও ভয়েস কল অথবা ভিডিও কল করা সম্ভব, তবে এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারনেট কানেকশনর প্রয়োজন হয়ে থাকে। এমনকী কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে ভিডিও কল এবং ভয়েস কল করা সম্ভব।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে মানতে হবে এই ১৫ শর্ত। লিস্ট দেখে নিন
যেহেতু শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে কল এবং ম্যাসেজ করা সম্ভব তাই অনেক গ্রাহকই সরাসরি মোবাইল রিচার্জ না করে যোগাযোগের মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে থাকেন। আর তাই বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এই বিষয়ে নানাবিধ অভিযোগ তুলেছে। মনে করা হচ্ছে, ভারতের এই টেলিকম সংস্থাগুলির এই সকল অভিযোগের কারণেই আগামী দিনে ভয়েস কল এবং ভিডিও কলের ক্ষেত্রে চার্জ বসাতে চলেছে হোয়াটসঅ্যাপ। যদিও কবে থেকে এই নিয়ম প্রযোজ্য হতে চলেছে বা কতো টাকা করে চার্জ করা হবে এসব সম্পর্কে কোনো তথ্য প্রকাশে আনা হয়নি হোয়াটসঅ্যাপ-এর তরফে।
এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে – Link
ইতিপূর্বে ট্রাই এর তরফে ২০০৮ সালে এই নিয়ম সম্পর্কে বেশ কতোগুলি প্রস্তাব আনা হয়েছিলো। তবে তখন ভারতের সমস্ত ক্ষেত্রে গ্রাহকদের হাতে স্মার্টফোন কিংবা ইন্টারনেট কানেক্টিভিটি কোনোটাই ছিলো না, তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা দুইয়েরই প্রাসঙ্গিকতা বহু গুণে বেড়েছে আর তাই এবিষয়ে পুনরায় ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যে এই নিয়ম লাগু হতে চলেছে তা নয়। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী দিনে হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেলিগ্রাম, গুগল ডুও, ইনস্টাগ্রাম এমনকী মেসেঞ্জার-এর মতো অ্যাপগুলির ক্ষেত্রেও একইভাবে ভিডিও কল এবং ভয়েস কলের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ করা হবে। আর ট্রাই-এর তরফে হোয়াটসঅ্যাপ সহ এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মাধ্যমে ভিডিও কল এবং ভয়েস কলের জন্য নির্দিষ্ট অংকের টাকা চার্জ করার এই প্রস্তাবে মাথায় হাত পড়েছে ভারতের সাধারণ জনগণের। তবে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছে সমগ্র ভারতবাসী।