হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠিয়েও করা যাবে এডিট। নতুন ফিচার জেনে নিন
বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ। বন্ধু-বান্ধবের সঙ্গে কথা, ছবি, মিম শেয়ার করা হোক কিংবা কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর আদান-প্রদান হোক সবেতেই হোয়াটসঅ্যাপ কাজে আসে। তাই হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমানে চলাফেরা করা প্রায় অসম্ভব।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপও তার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ব্যবহারকারীদের সুবিধা প্রদান বা মনোরঞ্জনের উদ্দেশ্যে প্রায়শই নানানরকম নতুন ফিচার এনে উপস্থিত করে। আজ আমরা আলোচনা করতে চলেছি হোয়াটসঅ্যাপের এরকমই এক নতুন ফিচারের সম্পর্কে।
এই ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে তাদের পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। অর্থাৎ একটি মেসেজ পাঠিয়ে দিলেও পরে তা আবার এডিট করতে পারবেন। যদি ভুল মেসেজ পাঠিয়ে দিয়ে থাকেন তবুও এরজন্য মেসেজ ডিলিট করার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীরা তাদের পাঠানো কোনো মেসেজ ক্লিক করলে তাদের সামনে বেশ কয়েকটি মেনু খুলে যাবে। যার মধ্যে স্টার, ডিলিট, রিপ্লাই, ইনফো, এডিট ইত্যাদি নানারকম অপশন থাকবে।
ব্যবহারকারী তার পাঠানো মেসেজ এডিট করলে মেসেজটির কাছে Edited লেখাটি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ, মেসেজটিকে যে এডিট করা হয়েছে সেটি বোঝা যাবে। তবে কোনো একটি মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই সেই মেসেজটি এডিট করতে পারবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, এই নতুন ফিচারটি প্রাথমিকভাবে iOS ডিভাইসের জন্য আনা হচ্ছে। iPhone কিংবা iPad ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পেতে চলেছেন। এই ফিচারটি ডেস্কটপ ও এন্ড্রয়েড এর ক্ষেত্রেও দেখা যাবে।
সকল ব্যবহারকারীর ফোনে কখন এই ফিচারটি আসবে তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই কোনো একটি আপডেটেড ভার্সনে হোয়াটসঅ্যাপট আনতে চলেছে ফিচারটি।
Bigearn Chatting site er sab features copy paste korce fb r sab e what’s app er modhe dicce