ডবল রেশন দেওয়া হবে। Free Ration নিয়ে মাসের শুরুতেই বড় খবর গ্রাহকদের জন্য!
দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের দেশে ও রাজ্যে এমন অনেক মানুষ আছেন যাদের বাড়ির সকলে এই রেশন সামগ্রী (Ration Items List) পাওয়ার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। আর এবারে রেশন প্রকল্পে আসতে চলেছে বড় পরিবর্তন। সাড়া দেশে চলছে লোকসভা ভোট আর এই ভোটের আবহে রেশন নিয়ে বড় প্রতিশ্রুতি।
Everyone’s Get Double 10 KG Free Ration Big Promise.
প্রত্যেকে পাবেন ডবল রেশন। এবার থেকে আর 5 কেজি নয় 10 কেজি করে পাবেন রেশনে সামগ্রী। আপনিও পেতে পারেন ডবল রেশন (Double Ration). চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে, এবার আর 5 কেজি নয় মাথা পিছু 10 কেজি করে রেশন দেওয়া হবে দেশের সাধারন মানুষদের। প্রতি মাসে দেশের সব নাগরিক বিনামূল্যে রেশনের (Free Ration) সুবিধা পাবেন। কারা পাবেন আর কবে থেকেই বা দেওয়া হবে এই রেশন সামগ্রী (Ration Items) চলুন দেখে নিন।
বিনামূল্যে ডবল রেশন দেওয়ার প্রতিশ্রুতি
এই রেশন সামগ্রী নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে প্রথমেই যেতে হবে 2013 সালে। সেই বছর সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং (EX PM Manmohan Singh) দেশে জাতীয় খাদ্য নিরপত্তা আইন পাশ করেছিলেন। 2013 সালেও কংগ্রেস সরকার 80 কোটি মানুষকে রেশন সামগ্রী দিয়েছিল। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইনের বিরোধিতা করেছিল।
আর এই ভোটের আবহে বিভিন্ন মত প্রকাশ করছে বিরোধীরা। তাদের কথা অনুযায়ী রেশন সামগ্রী (Ration Items List) সরবরাহ নিয়ে ভুল প্রচার চালাচ্ছে মোদী সরকার। 2014 সাল থেকে দেশের ক্ষমতায় এসেছে মোদী সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে খাদ্য নিরপত্তা আইন নিয়ে মোদী সরকারের কোনো মাথা ব্যথা ছিল না। এই নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেসের সাধারন সম্পাদক জয়রাম রমেশ।
2020 সালে করোনা আসার পর থেকেই বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছেন সাধারন মানুষ। এই ফ্রি রেশন দেশের 80 কোটি মানুষ পাচ্ছে। এই 80 কোটি মানুষের অন্ন সংস্থানের জোগান করে চলছে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা (Free Ration System). বিভিন্ন সময় ধাপে ধাপে এই পরিষেবার সময় সীমা বেড়েছে। তবে সময় সীমা বাড়ার সাথে সাথে রেশন সামগ্রীর পরিমানও কমেছে।
এই নিয়ে জয় রাম রমেশ জানিয়েছেন মোদী সরকার 2013 সালে কংগ্রেসের চালু করা খাদ্য নিরপত্তা আইনকেই নিজেদের নামে চালাচ্ছে মোদী সরকার। বর্তমানে মাথা পিছু 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয় সাধারন মানুষদের। তবে বর্তমানে এক পরিবারে লোকের মাথা পিছু 5 কেজি করে রেশনে (Ration) কি হয়? এই প্রশ্ন তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress) দল।
কবে থেকে ডবল রেশন দেওয়া হবে?
এই প্রশ্ন তুলে লোকসভা নির্বাচনের আবহেই দেশের দেশের মানুষকে 10 কেজি করে রেশন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস দল। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন ইন্ডিয়া জোট (India Alliance) সরকার গঠন করলেই এই সুবিধা কার্যকর করা হবে দেশের সাধারন নাগরিকদের জন্য। বর্তমানে দেশে প্রত্যেক নাগরিকদের মাথা পিছু 3 কেজি করে চাল ও 2 কেজি করে আটা বা গম মিলিয়ে মোট 5 কেজি করে রেশন সামগ্রী দেওয়া হয়।
আগে যা হয়েছে ব্যাস! আর OBC Certificate দেখিয়ে কোন লাভ নেই!
এই 5 কেজি করে রেশন সামগ্রীতে এমন কি হয়? দেশের গরিব মানুষরা যাতে দুই বেলা পেট ভরে খেতে পারে তার জন্যে ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলে প্রতি মাসে প্রতি পরিবারে প্রতিটি লোকের মাথা পিছু 10 কেজি করে রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস (Indian National Congress). জুন মাসের 9 তারিখে ইন্ডিয়া জোট সরকার গঠন করলেই জুলাই মাস থেকেই এই সুবিধা পাবেন তারা।
Written by Ananya Chakraborty.