Gold Price: লক্ষ্মীবারে সুখবর! একধাক্কায় কমলো সোনার দাম। এই সুযোগ লুফে নিন
আজকের সোনার দাম (Gold Price) কত? যে কোন শুভ অনুষ্ঠান হোক বা কোন উৎসব এই প্রশ্নটি সকলের মনে থাকে। আর হাতে গোনা কয়েক দিন পর বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। এই পূজার আগ দিয়ে আবার সোনার দাম (Gold Rate) ওঠানামা করতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসের শুরুতে কমেছিল সোনার দাম (Gold as an Investment) পরে আবার সোনার দাম বাড়তে থাকে। গতকাল সোনার দাম কমেছিল (Gold Silver Price).
Gold Price Reduce again in Before Durga Puja 2024
শুভ অনুষ্ঠান মানেই সোনা। অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম সব সময় বেশি থাকে। কারন নারী বা পুরুষ সবারই গহনা হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা। তাই সোনার দাম (Gold Price) কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই। তবে বিশেষজ্ঞরা মনে করছে সামনে যেহেতু দুর্গা পূজা আর তারপরই ধনতেরস।
আরও কমে গেল সোনার দাম!
তাই সেই সময় সোনা ও রুপোর দাম রেকর্ড বাড়বে। তাই আগেই সোনা কিনে রাখা ভালো। আবার আজকে অনেক দিন পরে এই সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা কম খরচে এই গয়না এখনই কিনে নিন এবং কেনার আগে সকল দাম সম্পর্কে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের।
১২ই সেপ্টেম্বর আজকের সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 67050 টাকা। আজ হলমার্ক সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73500 টাকা। আজ খুচরা সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71700 টাকা। এই হিসাবে কিলোতে সোনার দাম ১০০০ টাকা কমেছে।
১১ই সেপ্টেম্বর সোনার দাম কত ছিল?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 68500 টাকা। গতকাল 250 টাকা বেড়েছিল হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72100 টাকা। গতকাল খুচরা সোনার দাম 250 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71700 টাকা। গতকাল সোনার বাটের দাম 250 টাকা বেড়েছিল।
আজ রুপোর দাম
সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। তাই মানুষ এখন রুপোর দামও জানতে চায়। গতকাল অনেকটা বেড়েছিল রুপোর দাম আজ রুপোর দাম (Gold Price) কত আছে দেখে নিন। আজকের নতুন দাম অনুসারে খুব একটা পরিবর্তন হয়নি এই দামে।
গতকাল ও আজকের রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 82500 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত ছিল। খুচরা রূপার দাম 82600 টাকা। আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল। 1 কেজি রুপোর বাটের দাম 82500 টাকা। গতকাল 750 টাকা বেড়ে ছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 82600 টাকা (Gold Price). গতকাল খুচরা রুপোর দাম 750 টাকা বেড়ে ছিল।
Written by Ananya Chakraborty.