Gold Price – সোনার দাম আরও কমলো, টানা 3 দিন দাম কম থাকবে জানালো সরকার।
সোনা রূপার দাম (Gold Price) প্রতিদিনই বাজারে বাড়ছে কমছে। এক এক জায়গায় এক এক দিন এক এক রকম সোনা রুপোর দাম হয়। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন যে কোনো শুভ কাজে সোনা রুপো কেনে না এমন মানুষ খুব কম আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার যার দিনের শুরুতে সোনা রূপার দামের দিকে চোখ যায় না। বিশ্বকর্মা পূজা ও গনেশ চতুর্থী থাকার জন্য এই দাম সামান্য কিছু বৃদ্ধি পেয়েছিল ঠিকই।
Gold Price Update Today.
কিন্তু আজকে কী সোনার দাম (Gold Price) কিছুটা কমবে? গত পরশু সোনার নাম 200 টাকা করে বেড়েছিল। আজকে কেমন থাকবে সোনা রুপোর দাম? কিভাবে বুঝবেন বাজারে সোনা রূপার দাম (Gold and Silver Price) কত চলছে? দোকানে যাওয়ার আগে জেনে নিন সোনা রুপোর দাম কেমন চলছে। আজকের সোনার দাম নিচে দিয়ে দেওয়া হল।
কলকাতায় 24 ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) 60220 টাকা। 24 ক্যারেট খুচরা সোনার দাম 59900 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 55200 টাকা। রুপোর দাম (Silver Price)
মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে 72000 টাকা এবং খুচরা রুপোর দাম 72100 টাকা। এই দাম এখনো পর্যন্ত নাগালের বাইরে যায়নি। কিন্তু গয়না কেনার আগে আপনারা সঠিক দাম জেনে কিনবেন।
সোমবার সোনার দাম (Gold Price) কলকাতায় 24 ক্যারেট সোনার (24 Carat Gold) বাটের দাম শুক্রবারে ছিল প্রতি গ্রামে 59600 টাকা। 24 ক্যারেট খুচরা সোনার দাম ছিল 59900 টাকা।
ওই দিন 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার (22 Carat Hallmark Gold Ornaments) দাম ছিল 56950 টাকা। সোমবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে 72000 টাকা এবং খুচরা রুপোর দাম ছিল প্রতি কেজিতে 72100 টাকা। সোনা কতটা খাঁটি তা বুঝবেন কী করে?
সোনা কতটা খাটি তা নির্ভর করে ক্যারেট এর উপর। 24 ক্যারেটের সোনা হয় খাঁটি। এতে কোন ধাতু মেশানো থাকে না। সোনার ক্যারেট (Gold Price) যত কমবে তত খাঁটি কম পাবেন তখন তাতে খাদ মেশানো থাকবে। যেমন 22 ক্যারেট 18 ক্যারেট, 22 ক্যারেটে একটু কম খাদ থাকে তবে 18 ক্যারেট সোনাতে 75 শতাংশ থাকে সোনা আর 25 শতাংশ থাকে অন্য ধাতু।
SBI Account – স্টেট ব্যাংক গ্রাহকদের ফ্রিতে গিফট দিচ্ছে। এই প্রথম ঐতিহাসিক পদক্ষেপ।
24 Carats (995) মানে কী Fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 Carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে 995 ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে 22 ক্যারেটের সোনা, তার Fineness 916, 22 ক্যারেটের সোনা (Gold Price) দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
Jio Recharge – জিও গ্রাহকদের মাথায় হাত। চুপিসারে বন্ধ হয়ে গেল সস্তার প্ল্যান।