সোনার দাম

Gold Price – পশ্চিমবঙ্গে সোনার দাম আকাশ ছুলো। টানা 6 দিন দাম বৃদ্ধি অব্যাহত। মধ্যবিত্তের কাঁদো কাঁদো অবস্থা।

চলতি মাসের শুরু থেকেই সোনার দাম বেড়েই যাচ্ছে সোনার দাম (Gold Price) কমার কোনো লক্ষণই নেই। সোনার সাথে রুপোর দাম ও সমান তালে বেড়েই যাচ্ছে। আজ ও আবার বাড়ল সোনার দাম। কত বাড়ল চলুন জেনে নিন। সঞ্চয় হোক বা গয়না সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনা রুপোর দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সকলেরই আবার সোনা সস্তা হলেও তেমনই মন খুশিতে ভরে ওঠে সবার।

সংক্ষেপে

Gold Price In West Bengal.

সোনার দাম ও রুপোর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। কিন্তু ফট করে এই বিয়ের মরশুমের শেষে এসে এই Gold Price এর এই পরিবর্তনের ফলে অনেকেই চিন্তিত। কারণ গরীব ও মধ্যবিত্তের ফলে এত বেশি দাম বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য খুবই সমস্যা হচ্ছে গয়না (Gold Jewellery) কিনতে।

Today And Yesterday Gold Price In Kolkata

10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 65800 টাকা। গতকালের তুলনায় আজ 150 টাকা বেড়েছে সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 66270 টাকা। গতকালের তুলনায় 540 টাকা বেড়েছে দাম।
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম (Hallmark Gold Price) 62850 টাকা। গতকালের তুলনায় 100 টাকা বেড়েছে হলমার্ক গহনার দাম।

E Shram Card (ই শ্রম কার্ড)

গতকাল 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 65650 টাকা। গত পরশু দিনের তুলনায় 600 টাকা বেড়েছিল সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 6600 টাকা। গত পরশু দিনের তুলনায় 600 টাকা বেড়েছিল দাম। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 62750 টাকা। গত পরশু দিনের তুলনায় 600 টাকা বেড়েছিল হলমার্ক গহনার দাম 9Yesterday Gold Price).

Patanjali SIM Card নিলেই এক বছর বিনামূল্যে আনলিমিটেড কল ও ইন্টারনেট পাবেন। কোথায় এই SIM পাওয়া যায়?

Today And Yesterday Silver Rate

1 কেজি রূপার বাটের দাম 73400 টাকা। গতকালের তুলনায় আজ 600 টাকা বেড়েছে দাম। 1 কেজি খুচরা রূপার দাম 73500 টাকা। গতকালের তুলনায় 600 টাকা বেড়েছে দাম। 1 কেজি রূপার বাটের দাম 72800 টাকা। গত পরশু দিনের তুলনায় 700 টাকা বেড়েছিল দাম। 1 কেজি খুচরা রূপার দাম 72900 টাকা গত পরশু দিনের তুলনায় 700 টাকা বেড়েছিল দাম (Silver Rate And Gold Price Today).
Written by Ananya Chakraborty.

এজেন্ট না থাকলেও, পলিসির প্রিমিয়াম, বোনাস, ম্যাচুরিটি ও ডেথ বেনিফিট এর টাকা কিভাবে তুলবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *