Gold Price Today – আজকে সোনার দাম কত দোল ও হোলি উপলক্ষে? নতুন দাম শুনে খুশি গরীব থেকে মধ্যবিত্ত।
মার্চ মাস পড়তেই ক্রমেই বাড়ছিল সোনা রুপোর দাম। আর এই সোনার দাম (Gold Price Today) দিন দিন বাড়ার কারনে মাথায় হাত পড়েছিল সাধারন মানুষদের। মধ্যে খানে কয়েকদিন সোনার দাম (Gold As Investment) একটু কমেছিল। কিন্তু আবার এই সপ্তাহে দাম বেড়েছে ভালই এর আগে গত 22 শে মার্চ সোনার দাম একধাক্কায় 1050 টাকা বেড়েছে। তারপরে গত কাল সোনার দাম কমেছিল 700 টাকা। তবে আজ কেমন থাকবে সোনার রুপোর দাম (Gold Price And Silver Price) চলুন জেনে নিন।
Gold Price Today In Kolkata.
প্রতিটা মানুষেরই সোনা কেনার ইচ্ছা থাক বা না থাক তবে প্রতিদিনের সোনার দামের (Gold Price Today) উপরে নজর সব সময় থাকে। তাই সোনার দাম কমলে মাথায় হাত পরে মানুষদের। সোনার দাম বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে কমা বাড়া করে। অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। আজ সোনার দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে।
Gold Price Today & Yesterday
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার (Hallmark Gold Jewellery) দাম 61250 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 66820 টাকা। আজ খুচরা সোনার দাম বেড়েছে 150 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 66750 টাকা। আজ সোনার বাটের দাম বেড়েছে 150 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম (Gold Price Today) 63600.
গতকাল 700 টাকা দাম কমেছিল হলমার্ক সোনার (Hallmark Gold). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 66900 টাকা। গতকাল খুচরা সোনার দাম 700 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 66600 টাকা। গতকাল সোনার বাটের দাম (Gold Price Today) 700 টাকা কমেছিল। আর এই দাম সদা পরিবর্তনশীল কিন্তু এখন এই দামে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
Pure Silver Price
সোনার মতো রূপোর গহনা ও এখন অনেক মানুষ পরে। সঞ্চয় হোক আর গহনা রূপো বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম ও নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। রুপোর দাম ও মার্চ মাসের শুরু থেকে অনেকটাই বেড়েছে। গত পরশু রুপোর দাম বেড়েছিল কিন্তু গত কাল কমেছিল অনেকটাই। আজ কেমন আছে রুপোর দাম (Silver Price & Gold Price Today) দেখে নিন।
Silver Price Today And Yesterday
1 কেজি রুপোর বাটের দাম 74550 টাকা। গতকালের তুলনায় আজ 500 টাকা দাম বেড়েছে। 1 কেজি খুচরা রূপার দাম 74650 টাকা। গতকালের তুলনায় আজ খুচরা রুপোর দাম 500 টাকা বেড়েছে। 1 কেজি রুপোর বাটের দাম 74050 টাকা। গতকাল 1350 টাকা দাম কমে ছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 74150 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1350 টাকা কমে ছিল।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর। প্রমোশন নিয়ে বড় খবর।
আর এই কারণের জন্যই আপনারা যখন সোনা কিনতে যাবেন তখন সোনার দাম (Gold Price Today) সম্পর্কে জেনে নিয়ে তবেই কিনবেন। আর এই দাম (Gold Price Today) এখন অনেকটাই কম থাকার জন্য অনেকেই নিজেদের ইচ্ছে অনুসারে কিনে নিচ্ছেন। আর আপনারা চাইলে এখনই কিনে নিন কারণ, আগামী নববর্ষের সময় এই দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
Written by Ananya Chakraborty.
ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোন গ্রাহকদের বিরাট সুখবর। টাকার দরকার হলে এইভাবে আবেদন করুন।