টেলিকম

Jio Recharge Plan: জিও গ্রাহকরা পাবে ডবল বেনিফিট! সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলো Jio

কিছু দিন আগেই Jio, Airtel, VI-র মত বেসরকারি টেলিকম সংস্থা গুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম (Jio Recharge Plan) বাড়িয়েছে। দাম বাড়ার ফলে জিও-র গ্রাহকদের মোবাইল রিচার্জ (Mobile Recharge) করা মুশকিল হয়ে যায়। আর অনেক গ্রাহক আবার জিও ছেড়ে BSNL এ যোগ দিতে শুরু করে। তবে এবার গ্রাহকদের জন্যে জিও তাদের কিছু রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) বৈধ্যতা বৃদ্ধি পেয়েছে। কোন রিচার্জ প্ল্যানের মেয়াদ (Recharge Plan Validity) বাড়িয়ে দিল জিও চলুন দেখে নিন।

More Validity in Same Price on Jio Recharge Plan.

জিও তাদের রিচার্জের দাম (Jio Recharge Plan) বাড়ানোর ফলে গ্রাহকদের অসুবিধায় পড়তে হয়েছে। এর ফলে গ্রাহকদের মধ্যে যেমন চাপ সৃষ্টি হয়েছে তেমন জিও-র (Reliance Jio) উপরেও চাপ এসে পড়েছে। কারন এখন বহু গ্রাহক জিও ছেড়ে BSNL এ পোর্ট করতে শুরু করে দিয়েছে। গ্রাহকদের কাছে রাখতে জিও তাই এবার তাদের কিছু রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। কোন প্ল্যানে পরিবর্তন এনেছে জেনে নেওয়া যাক।

Jio রিচার্জ প্ল্যানে পরিবর্তন

গত 3 রা জুলাই সব টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়ে দিয়েছে। 50 থেকে 60 টাকা করে বাড়িয়েছে এক একটা রিচার্জের দাম। সব টেলিকম সংস্থাই বাড়িয়েছে দাম। আর এই আবহে একের পর এক লোভনীয় অফার দিচ্ছে BSNL সকল গ্রাহকদের। এর জেরে বহু মানুষ BSNL এ চলে যাচ্ছে। তাই এই মুহুর্তে গ্রাহকদের ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে জিও। তারা তাদের একটি Jio Recharge Plan-র মেয়াদ বৃদ্ধি করল।

349 Jio Recharge Plan Validity Increase

জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে তা হল 349 টাকার রিচার্জ প্ল্যান। গ্রাহকদের মতামতের ভিত্তিতে Hero 5G প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ বৃদ্ধি করেছে জিও। তবে এই প্ল্যানের প্রতিদিনের ডেটা লিমিট বা SMS এর সংখ্যা বাড়ানো হয়নি। এই প্ল্যানের রিচার্জ করলে গ্রাহকরা এবার থেকে 28 দিন নয় 30 দিনের সুবিধা পাবেন। সম্প্রতি জিও কতৃপক্ষ তার এক্স (X) হ্যান্ডেলে এই কথা জানিয়েছে।

তারা জানিয়েছে জিও এর 349 টাকার রিচার্জ প্ল্যান সংস্কার করার পর ইউজারদের আনলিমিটেড 5G পরিষেবা দিতে চলেছে সেই সব এলাকায় যেখানে Jio True 5G সার্ভিস চালু হয়েছে। এই প্ল্যানের পরিবর্তনের ফলে গ্রাহকরা কিছুটা স্বস্তি পেলেও আগের মত আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। কারন জিও অল্প মেয়াদ বৃদ্ধি করেছে ঠিকই কিন্তু তার তুলনায় রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বেশি। তবুও এখনো পর্যন্ত Airtel, VI এর তুলনায় Jio Recharge Plan গুলোর দাম তুলনা মূলক ভাবে কম।

Holiday List (আগস্ট মাসের ছুটির তালিকা)

349 Rupees Jio Recharge Plan Benefit

এই প্ল্যানে গ্রাহকদের Unlimited Call, 100 টি SMS প্রতিদিন, প্রতিদিন 2 GB ডেটা অর্থাৎ মত 60 GB ডেটা পাবে গ্রাহকরা। আগে এই প্ল্যানের দাম ছিল 299. এখন এই প্ল্যানের দাম 50 টাকা বাড়িয়েছে জিও। এই প্ল্যানের মেয়াদ 30 দিন। আর এই Jio Recharge Plan আগামী দিনে সবচেয়ে জনপ্রিয় (Jio Popular Recharge Plan) হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

ফিক্সড ডিপোজিটে পাবেন 8.75% সুদ। আজই ডিজিটাল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন

Jio Recharge Plan New Tariff Rates

জিও এর 1 GB ডেটার প্ল্যানের দাম 208 থেকে বাড়িয়ে 249 করা হয়েছে। 84 দিনের মেয়াদ সহ 666 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 GB দেওয়া হত এর দাম বেড়ে হয়েছে 799 টাকা। এছাড়া বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম অহে চিল 2999 টাকা এই প্ল্যানে 2.5 GB করে প্রতিদিন দেওয়া হত। এই প্ল্যানের দাম (Jio Recharge Plan) বেড়ে হয়েছে 3599 টাকা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *