Airtel Recharge Plan – মাসের শুরুতেই নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। এত সুবিধা কল্পনা করতে পারবেন না।
ভারতের টেলিকম বাজারে এয়ারটেল (Airtel Recharge Plan) নিজেদের ভালো জায়গা করে নিয়েছে। এছাড়াও রিলায়েন্স জিও (Reliance JIO) তাদের গ্রাহকদের জন্য নানা ধরণের নতুন নতুন সুবিধা নিয়ে হাজির হয়েছে। দেশের মধ্যে জিও এক নম্বরে থাকলেও এয়ারটেলও জোর কদমে জিওকে টক্কর দিয়ে চলছে। জিও যেমন তাদের গ্রাহকদের জন্যে অনেক সস্তায় রিচার্জ নিয়ে আসার চেষ্টা করে তেমন এয়ারটেল চেষ্টা করছে গ্রাহকদের জন্যে সস্তার এবং সুবিধাজনক রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) নিয়ে আসার।
Airtel Recharge Plan With New Benefits.
এয়ারটেল ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় 5G পরিষেবা চালু করে দিয়েছে। এর ফলে গ্রাহকরা অনেকবেশি সুবিধা পাচ্ছে। এছাড়াও কিছুদিন আগেই এয়ারটেল দুটো নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যা একদিকে যেমন সস্তা তেমন সাশ্রয়ি। এই প্রিপেড প্ল্যান গুলোতে (Airtel Recharge Plan) বিনামূল্যে কলিং এর পাশে হাইস্পিড ডেটা এবং আরো অনেক পরিষেবা দেওয়া হচ্ছে। ভারতে বর্তমানে 30 কোটি মানুষ এয়ারটেল ব্যবহার করছে। চলুন জেনে নিন এয়ারটেল এর নিতুং দুটি প্ল্যান সম্পর্কে।
399 Rupees Airtel Recharge Plan
এই প্ল্যানটির মেয়াদ রয়েছে 28 দিন। এই Airtel Recharge Plan মাধ্যমে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্ক এ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা ন্যাশনাল রোমিং বিনামূল্যে ইনকামিং ও আউটগোয়িং কলের সুবিধা পাবেন। এছাড়া ফ্রি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে 5G নেটওয়ার্কের সুবিধা রয়েছে।
এক্ষেত্রে যে শহরে এয়ারটেল এর 5G পরিষেবা চালু আছে সেখানে আপনার 5G পরিষেবার সুবিধা নিতে পারবেন। এর সাথেই এই প্ল্যানে এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন (Airtel Xtream), ফ্রি হ্যালো টিউন (Free Hellotune), মিউজিক সাবস্ক্রিপশন, 24*7 অ্যাপোলো সাবস্ক্রিপশনের (Apollo Subscription) মতো সুবিধা দেওয়া হয়। আরো একটি প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
499 Rupees Airtel Recharge Plan
আগের প্ল্যানটির মত এই প্ল্যানটির ও রয়েছে 28 দিন। এই প্ল্যানটির মাধ্যমে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এছারা গ্রাহকরা ন্যাশনাল রোমিং এ বিনামূল্যে ইনকামিং ও আউটগোয়িং কলের সুবিধা পাবেন। এছারা ফ্রি sms এর সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যাবে।
জিওর এই জনপ্রিয় প্ল্যানে পাবেন 50 টাকা ছাড়। 31 তারিখের মধ্যে রিচার্জ করুন।
এই প্ল্যানটিতে 5G নেটওয়ার্ক সুবিধা রয়েছে এক্ষেত্রে যে শহরে এয়ারটেল এর Airtel 5G পরিষেবা চালু আছে সেখানে আপনার 5G পরিষেবার সুবিধা নিতে পারবেন। এগুলো ছাড়াও এই প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন মিউজিক সাবস্ক্রিপশন পাবেন। 24*7 অ্যাপোলো সাবস্ক্রিপশনও দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহককে 3 মাসের জন্য Disney + Hotstar-এর সাবস্ক্রিপশনও দেওয়া হয়। এইটি আগের প্ল্যানটিতে (Airtel Recharge Plan) নেই।
Written by Ananya Chakraborty.
এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।