6G Network: ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল
দেশে ইন্টারনেট (Internet) ব্যবহারকারীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা। এবারে 6G Network পরিষেবা শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এমনই খবর দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia). 4G, 5G এর পরে এবার ভারতে আসতে চলেছে 6G পরিষেবা (6G Internet). আর এই খবর শুনে দেশে রীতিমত শোরগোল পরে গেছে।
6G Network in India
বর্তমানে ভারতে 3G, 4G এবং 5G পরিষেবা ব্যাপক হারে ছড়িয়ে গেছে সাড়া দেশে। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পরেছে 4G, 5G নেটওয়ার্ক। এর ফলে সাধারণের মানুষদের কাজ আরো দ্রুত হচ্ছে আর মানুষ অনেক উন্নত হচ্ছে। তবে এই উন্নতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা চলছে অর্থাৎ ভারতে টেলিকম ব্যবস্থায় আসতে চলেছে নতুন বিপ্লব (6G Network). এই নিয়ে বললেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
6G ইন্টারনেট পরিষেবা শুরু!
সম্প্রতি টেলিকম ক্ষেত্রের পরামর্শদাতা কমিটির বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেখনে তিনি ভারতের নিজস্ব 4G নেটওয়ার্ক নিয়েও বৈঠকে প্রকাশ্যে জানিয়েছেন যে ভারত বিশ্বের তৃতীয় বা চতুর্থ দেশ যারা নিজেদের 4G নেটওয়ার্ক স্থাপন করেছে। আর নিজেদের নেটওয়ার্ক থাকা মানে রেডিও এক্সেস নেটওয়ার্কের পাশাপাশি নিজের ডেটা সেন্টার থাকা (6G Network).
কবে থেকে শুরু হবে 6G ইন্টারনেট পরিষেবা?
এর ফলে ভারতকে টেলি পরিষেবার জন্য আর অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। ভারত নিজস্ব 6G Network স্থাপন করার পর থেকেই ধীরে ধীরে অন্য দেশের উপরে টেলি যোগাযোগের ক্ষেত্রে নির্ভরশীলতা কমাচ্ছে। আর এটি সবার কছে খুব গুরুত্বপুর্ণ। মন্ত্রী আরো জানিয়েছেন, আমাদের দেশের অর্থনৈতিক কাঠামো এতো উন্নত হওয়ার পেছনে রয়েছে দেশের টেলিকম শিল্প।
কারন বর্তমানে ধীরে ধীরে ভারতে মোবাইল সংযোগের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আগে ভারতে মোবাইল সংযোগের সংখ্যা ছিল 900 মিলিয়ন। বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 1150 মিলিয়নে। এমনকি ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সংযোগের সংখ্যা বেড়েছে 200 থেকে 950 মিলিয়ন। এই দিন কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিস্ফোরক মন্তব্য করেন (6G Network).
তিনি জানিয়েছেন, ভারত এই মুহুর্তে 3G, 4G ও 5G এ অন্তর্গত রয়েছে। আর কিছুদিন পরই ভারত 6G Network-র অধিকারী হবে। তখন সাড়া বিশ্বের নজরে সর্বোচ্চ স্থান আধিকার করবে ভারতের 6G Network. তিনি বলেন, টেলিকম সংস্থা গুলো যাতে 6G এর মোট পেটেন্টের 10% এবং 3 বছরে প্রযুক্তির এক ষষ্ঠাংশ বাজার দখলে রাখতে পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে।
পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?
সেক্ষেত্রে শিল্পের দাবির মত সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তা করা হবে বলে তিনি জানিয়েছেন। এই দিন বৈঠকে টেলি সংস্থা গুলোর তরফ থেকে সারা দেশকে ব্রডব্যান্ড পরিষেবায় আনার জন্যে কেন্দ্র সরকারের তরফ থেকে সহায়তা চাওয়া হয়েছে। টেলি যোগাযোগ মন্ত্রী এই বিষয়ে জানিয়ে দেন সরকার তাদের পাশে আছে। এবারে দেখার অপেক্ষা এই নিয়ে DoT এবং TRAI-র তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।
Written by Ananya Chakraborty.