Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে চমক! বিশ্বকর্মা পুজোর আগে কততে পাবেন?
সপ্তাহের শুরুতে সোনার দাম (Gold Price) কত হল সেই সম্পর্কে অনেকেই জানতে ইচ্ছুক। কারণ আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব, তার আগেই অনেকে নিজেদের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন। কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাবে চলছে অবিরাম বৃষ্টি। আজ আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও ঝড়ো হাওয়া বয়েই চলেছে।
22 Carat 24 Carat Hallmark Gold Price Today
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আজ থেকে শুরু হলো আশ্বিন মাস। আর এই আশ্বিন মাসের শুরুতেই আগামীকাল রয়েছে বিশ্বকর্মা পুজো। কথায় বলে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই আশ্বিন মাসকে বাঙালির উৎসবের মরসুম বলা যায়। প্রতিটি উৎসবে বাঙালি শাড়ি এবং গয়না (Gold Price) কিনতে অত্যন্ত পছন্দ করেন। তাই এই মাসেও বাঙালি সোনার গয়না (Gold Jewellery) কিনে থাকবেন বলেই মনে করা হচ্ছে।
সপ্তাহের শুরুতে সোনার দাম
পাশাপাশি, বিভিন্ন সোনার দোকানে ছাড় দেওয়া হচ্ছে সোনার গহনার মজুরিতেও। তবে এর আগে, ভাদ্র মাসে বেশ কিছু দিন ধরে সোনার দাম বৃদ্ধি (Gold Price Hike) পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিলেন সোনা ক্রেতা ও বিক্রেতা অনেকেই। তবে এবার সোনার দাম কমে যাওয়ায় বেজায় খুশি হয়েছেন সোনা ক্রেতা ও বিক্রেতা সকলেই।
আজ ১৬ সেপ্টেম্বর কলকাতায় সোনার দাম
- ১৮ ক্যারেট সোনার বাটের দাম ১ গ্রামে ৫৬২৯ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম (10 Gram Gold Price) ৫৬২৯০ টাকা।
- ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১ গ্রামে ৭৫০৫ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৭৫০৫০ টাকা।
- ২২ ক্যারেট হলমার্ক সোনার বাটের দাম ১ গ্রামে ৬৮৮০ টাকা অর্থাৎ ১০ গ্রামের দাম ৬৮৮০০ টাকা।
১৫ সেপ্টেম্বর অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সোনার দাম
1) গতকাল ১৮ ক্যারেট সোনার বাটের দাম ছিল ১০ গ্রামে ৫৬১৭০ টাকা। আজ সোনার বাটের দাম ১৮ ক্যারেট ১০ গ্রামে ৫৬২৯০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে ১৮ ক্যারেট সোনার দাম ১২০ টাকা বেড়েছে।
2) গতকাল পাকা সোনার বাটের দাম ছিল ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭৪৮৯০ টাকা। আজ পাকা সোনার বাট ২৪ ক্যারেট ১০ গ্রামে ৭৫০৫০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে পাকা সোনার বাটের দাম (Gold Price) ১৬০ টাকা বেড়েছে।
3) গতকাল হলমার্ক সোনার গয়নার দাম ছিল ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৮৬৫০ টাকা। আজ হলমার্ক সোনার গয়নার দাম ২২ ক্যারেট ১০ গ্রামে ৬৮৮০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে হলমার্ক সোনার বাটের দাম ১৫০ টাকা বেড়েছে। কিন্তু এখন অনেক দোকানেই ছাড় দেওয়ার জন্য আপনারা কম দামে (Gold Price) গয়না কিনে নিতে পারবেন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬০ হাজার জমালে ৫ বছরে কত রিটার্ন?
গতকালের তুলনায় আজ কলকাতায় রুপোর দাম পরিবর্তন
রুপোর দাম প্রতি কেজি বাটে ৯৩০০০ টাকা। রবিবার রুপোর দাম প্রতি কেজি বাটে ছিল ৯২০০০ টাকা। আজ রুপোর দাম প্রতি কেজি বাটে ৯৩০০০ টাকা অর্থাৎ গতকালের তুলনায় আজকে রুপোর বাটের দাম ১০০০ টাকা বেড়েছে। আর এই দাম কম থাকতে থাকতে আপনারা নিজেদের ইচ্ছা মত সোনা বা সোনার গয়না কিনে নিন আজই।
Written by Sampriti Bose.