Gold Rate: সপ্তাহের শুরুতেই সোনার দামে বদল! আর বেশি দেরি করবেন না
উৎসবের মরশুমে অনেকেই সোনার তৈরি জিনিস কিনে থাকে। আর এই জন্যই অনেকে সোনার দাম (Gold Rate Today) সম্পর্কে সকলের জানার ইচ্ছা থাকে। আর এই সোনা ও রুপোর দাম (Gold Silver Price) পরিবর্তনশীল কখনো বাড়ছে কখনো কমছে। আর হাতে গোনা কয়েক দিন তারপরই বাঙ্গালির বড় উৎসব দুর্গাপূজো শুরু হয়ে যাবে। আবার সোনার দাম (Gold as an Investment) অল্প অল্প করে বাড়তে শুরু করেছে।
22K 24K Hallmark Gold Rate
সেপ্টেম্বর মাসের শুরুতে অনেকটা কমেছিল সোনার দাম। কিন্তু মাস শেষ হতে না হতেই আবার এই দাম (Gold Rate) বাড়ছে আর উৎসবের জন্যই এই দাম বাড়ছে বলে মনে করছেন অনেকে। ভারতীয়দের শুভ অনুষ্ঠান মানেই সোনা ও রূপো। অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম সব সময় বেশি থাকে। কারন নারী বা পুরুষ সবারই গহনা হিসেবে হোক আর অসময়ে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা।
আজকের সোনার দাম
তাই সোনার দাম (Gold Rate) কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সামনে যেহেতু দুর্গাপূজো আর তারপরই ধনতেরস এই সময় মানুষ সোনা, রুপোর জিনিস কেনে তাই সেই সময় সোনা ও রুপোর দাম রেকর্ড বাড়তে পারে। আজকে সোনার দাম কেমন আছে দেখে নিন।
22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 69800. আজকে হলমার্ক সোনার দাম অপরিবর্তিত রয়েছে (Gold Rate). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 76150 টাকা। আজ খুচরা সোনার দাম অপরিবর্তিত রয়েছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 74500 টাকা। আজ সোনার বাটের দাম অপরিবর্তিত রয়েছে।
24 ক্যারেট সোনার দাম কত ছিল গতকাল?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 71150 টাকা। গতকাল 350 টাকা বেড়েছিল হলমার্ক সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 74850 টাকা। গতকাল খুচরা সোনার দাম 350 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 74500 টাকা। গতকাল সোনার বাটের দাম 400 টাকা কমেছিল।
রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে!
এই স্বর্ণের মূল্য বৃদ্ধি (Gold Rate Hike) পাওয়ার জন্য অনেকেই রুপোর গয়না বা বাসনপত্রের দিকে চাহিদা বাড়ছে গ্রাহকদের। আর এবারে উৎসবের মরশুম শুরু হওয়ার আগে সোনার সাথে সাথে রুপোর দামও (Silver Price) পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। আজ রুপোর দাম কত আছে দেখে নিন।
1 কেজি রুপোর বাটের দাম 89100 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত আছে। খুচরা রূপার দাম 89200 টাকা। আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত আছে। 1 কেজি রুপোর বাটের দাম 89100 টাকা। গতকাল 100 টাকা বেড়ছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 89200 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 100 টাকা বেড়ে ছিল।
Written by Ananya Chakraborty.