সোনার দাম

Gold Rate: পুজোর আগে সোনা কেনার শেষ সুযোগ! এই দামে আর পাবেন না

শারদীয়ার ঢাকে কাঠি পরে গেছে ইতিমধ্যেই আর এই সময়ে দোকানে দোকানে সোনা (Gold Rate) কেনার ধুম লেগেছে মানুষদের মধ্যে। আর এই জন্যই অনেকেই পুজোর প্রাক্কালে এসেও জানতে চাইছেন যে আজকের 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত (Hallmark Gold Price Today). গতকাল ছিল মহালয়া আর পুজো শুরুর আগেই কিছুটা কমল সোনার দাম (Gold as an Investment).

22 Carat 24 Carat Gold Rate Today

অক্টোবর মাস জুড়েই বিভিন্ন উৎসব চলবে। দুর্গাপুজো শেষ হলে দিওয়ালি, ধনতেরস চলে আসবে আর সেই সময় সোনার চাহিদাও বাড়বে। তবে বিশেষজ্ঞরা মনে করছে সামনে যেহেতু দুর্গাপুজো আর তারপরই ধনতেরস। তাই সেই সময় সোনা ও রুপোর দাম (Gold Silver Price) রেকর্ড বাড়বে। তাই আগেই সোনা কিনে রাখা ভালো। আজকে সোনার দাম (Gold Rate) কেমন আছে দেখে নিন।

আজকের সোনার দাম (Gold Rate)

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 71100 টাকা। আজ হলমার্ক সোনার দাম অপরিবর্তিত। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 77560 টাকা। বিগত কিছু দিন এই দাম কম থাকলেও এবারে আবার এই দাম কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে আর এখনই কম দামে গয়না কেনার শেষ সুযোগ বলে মনে করছেন অনেকে।

গতকাল সোনার দাম কত ছিল?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 72150 টাকা। গতকাল 250 টাকা কমেছিল হলমার্ক সোনার দাম। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম (Gold Rate) 75900 টাকা। গতকাল খুচরা সোনার দাম 250 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 7550 টাকা। গতকাল সোনার বাটের দাম 250 টাকা কমেছিল।

Lottery Winning (লটারি জেতার উপায়)

আজকের রুপোর দাম (Today Silver Price)

সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। গত কয়েক দিনে কিছুটা কমেছে রুপোর দাম। আজ রুপোর দাম কত আছে দেখে নিন। আর এই জন্য এখন এই রুপোর দামও অনেকটাই বেড়ে যাচ্ছে, কিন্তু এখন সোনার মত (Gold Rate) আপনারা রুপোর তৈরি জিনিসও কিনে নিতে পারবেন, যাতে আর কোন সমস্যা না হয়।

পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে

গতকাল রুপোর দাম

1 কেজি রুপোর বাটের দাম 90350 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত ছিল। খুচরা রূপার দাম 90450 টাকা। আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল। 1 কেজি রুপোর বাটের দাম 90350 টাকা। গতকাল 500 টাকা কমেছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 90450 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 500 টাকা কমেছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles