Unique Identity Card: নতুন সরকারি ডকুমেন্ট আনল মোদী সরকার। আধার কার্ড ও প্যান কার্ডের ভবিষ্যৎ কি?

নতুন বছরের আগেই মোদী সরকারের তরফে নতুন সরকারি নথিপত্র (Unique Identity Card) নিয়ে আসা হবে এমনটাই মনে করছে অনেকে। আমরা সকলেই জানি যে বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) ও প্যান কার্ড (PAN Card) আমাদের দেশের সব থেকে বেশি দরকারি দুই নথিপত্র, এই দুই কার্ড ছাড়া কোন ধরণের সরকারি বা বেসরকারি কাজ করা সম্ভব নয় (UDID).
Unique Identity Card for Disability
একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন রকম আইডি ডকুমেন্ট রয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নতুন ডকুমেন্ট চালু করতে চলেছে। নতুন বছর শুরুর বাজেট নিয়ে দীর্ঘ বৈঠকের মধ্যেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব ইস্যু নিয়ে একটি নতুন ডকুমেন্ট চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। এই নতুন ডকুমেন্টের নাম হল সিটিজেন কার্ড (Citizen Card).
UDID Card PDF Download
এই কার্ড কিভাবে তৈরি করবেন বা এই কার্ডের প্রয়োজনীয়তা কেন রয়েছে এই সকল তথ্যই থাকছে আজকের এই প্রতিবেদনে। আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।জানা গিয়েছে, ২০২৫ সালের মার্চ এপ্রিল মাসে জনগণনার কাজ শুরু করার কথা রয়েছে, সেই সাথে জাতীয় জন সংখ্যা পঞ্জি (National Census) আপডেটের কাজ হবে।
Unique Disability ID Download
জাতীয় জন সংখ্যা পঞ্জি এটি ২০১০ সালে করা হয়েছিল, এরপরে এই ২০২৫ সালে আবার সেটি আপডেটের কাজ করার চিন্তা ভাবনা চলছে। নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর সেন্সাসের পাশাপাশি NPR-র কাজ করা হয়। যদিও অনেক বছরের গ্যাপ পড়ে গিয়েছে করোনা পরিস্থিতির জন্য, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে করা সম্ভবপর হয়নি, তার জন্যই পুনরায় ২০২৫ সালে করা হবে।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হবে। এরপরে লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের জন্য ডিলিমিটেশন কমিশন গঠন করা হবে। এর জন্য নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন করে একটি সিটিজেন কার্ড ইস্যু করার চিন্তা ভাবনা করেছেন কেন্দ্রীয় সরকার। বৈধ ভারতীয় নাগরিকদের পরিচয়কে ইন্ডিকেট করবে এই সিটিজেন কার্ড।
কার্ডে থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বার, যেটি ভবিষ্যতে নাগরিকত্বের প্রধান প্রমাণ হিসেবে বিবেচিত হবে। আধার কার্ড, ভোটার কার্ডের মতনই এই কার্ডটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিলক্ষিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে দেশের বৈধ এবং অবৈধ নাগরিকদের চিহ্নিত করার জন্যই এবং আগামীতে নিরাপত্তার স্বার্থে এই সিটিজেন আইডি কার্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

২০২৫ সালের সেন্সাস এবং NPR-র ভিত্তিতে এই কার্ড ইস্যু করা হবে। আগামী বছরের বাজেটে এই কার্ড ইস্যুর জন্য আলাদা করে অর্থ প্রদান করা হবে। ২০১৯ সালের সেন্সাস এবং NPR-র আপডেটের জন্য যথাক্রমে ৮৭৫৪ কোটি টাকা এবং ৩৯৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার এই সিটিজেন কার্ড ইস্যু করা হলে এর জন্য আরও বাড়তি অর্ধ প্রদান করা হবে।
পোস্ট অফিসে টাকা ডবল হবে নতুন বছরে! এই সঞ্চয় প্রকল্প সম্পর্কে জানেন?
আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এই গুলো পূর্ণাঙ্গ নাগরিকত্ব প্রমাণ করে না, সেক্ষেত্রে এই বৈধ নাগরিকদের একটি উপযুক্ত ও পূর্ণাঙ্গ প্রমাণ স্বরূপ এই সিটিজেন আইডি কার্ড চালু করার প্রয়োজনীয়তা রয়েছে, আর এর জন্য দেশবাসীকে আগাম প্রস্তুত থাকার জন্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সম্পর্কে আরও তথ্য আপনাদের আগে আমরা জানিয়ে দেব।
Written by Shampa Debnath



