আর লাগবেনা ট্রুকলার, অ্যাপ ছাড়াই জানতে পারবেন অপরিচিতর নাম
ডিজিটালাইজেশনের কারণে একদিকে যেমন মানুষের প্রচুর উপকার হয়েছে অন্যদিকে ঠিক তেমনভাবেই মানুষকে বারংবার নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ডিজিটালাইজেশনের সুবাদে বেশ কিছু অসৎ মানুষ বারংবার নানাভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। আর এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ হলো, ফোন কলের মাধ্যমে নানান ভাবে মানুষকে প্ররোচিত করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেওয়া। আর তাই অচেনা নম্বর দেখলেই অধিকাংশ মানুষের কপালে ভাঁজ পড়ে যায়। অচেনা নম্বর দেখলেই অধিকাংশ মানুষের মধ্যে সেই ফোনটি ধরবেন কি ধরবেন না তা নিয়ে একপ্রকার দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এমনকী অনেক ক্ষেত্রে আননোন নম্বর হওয়ার কারণে মানুষ বিশেষ প্রয়োজনীয় ফোনগুলি পর্যন্ত রিসিভ করেন না, যার কারনে শেষ পর্যন্ত তাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়।
অনেক ক্ষেত্রে আবার ব্যস্ততার মধ্যে কিংবা সমস্যার মাঝে অচেনা নম্বরের ফোন ধরলে দেখা যায় ফোনের ওপার থেকে ক্রেডিট কার্ড কিংবা হোম লোন অথবা গাড়ির জন্য লোন নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। এমনকী এই সমস্ত ক্ষেত্রগুলি থেকেও প্রতারণা কম হয় না। যার কারণে বারংবার ফাঁদে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও আপনার ফোনে যদি ট্রুকলার এর মতো বিশেষ কিছু অ্যাপ থাকে তাহলে কে ফোন করছেন সেটা জানা অসম্ভব কিছু নয়। আর গ্রাহকদের অচেনা নম্বর সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করতে পারার সামর্থের কারণে খুবই অল্প সময়ে ট্রুকলার এর মতো অ্যাপগুলি অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই সমস্ত অ্যাপগুলির মাধ্যমেও মাঝে মাঝে কে কল করছেন তার সম্পর্কে সমস্ত তথ্য জানা সম্ভব হয় না, এমনকী অনেক ক্ষেত্রে ভুল তথ্যও পাওয়া গিয়ে থাকে।
টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি
আর তাই সাধারণ মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তৎপর হয়ে উঠেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI। যার ফলস্বরূপ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে ভারতের সাধারণ মানুষের সুবিধার্থে এমন এক দীর্ঘমেয়াদী সমাধান কার্যকরী করা হতে চলেছে যার দ্বারা সমগ্র ভারতের সাধারণ মানুষ লাভবান হবেন। TRAI -এর তরফে জানানো হয়েছে যে, এবার থেকে কোনরকম বিশেষ অ্যাপ ছাড়াই সমগ্র ভারতের সাধারণ জনগণ তাদের যে ব্যক্তি ফোন করছেন তার তার নম্বরের পাশাপাশি নামটিও দেখতে পারবেন। সুতরাং, এবার থেকে ভারতবাসীকে আর তাদের ফোনের স্পেস নষ্ট করে আর কোন বিশেষ অ্যাপ ইন্সটল করতে হবে না। অর্থাৎ আগামী দিনে সমগ্র ভারতের জনগণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর এই নতুন উদ্যোগের মাধ্যমে যেকোনো আননোন নম্বর থেকে ফোন আসলেই ওই ব্যাক্তির ফোন নম্বরের পাশাপাশি তার নামও জানতে পারবেন, তাও কোনোরকম বিশেষ অ্যাপ ছাড়াই।
প্রাথমিকভাবে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ভারতের যেসমস্ত টেলিকম কোম্পানিগুলি রয়েছে তাদের কাছে বিভিন্ন গ্রাহকদের যে কেওয়াইসি বা KYC থাকে, সেই তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের অচেনা নম্বর থেকে কে ফোন করছেন তা সম্পর্কে জানানো হবে TRAI -এর তরফে। যেকোনো দোকান থেকে কিংবা অনলাইনে সিম কেনার সময় গ্রাহকরা টেলিকম অপারেটরের কাছে তাদের সম্পর্কে যে তথ্যগুলি প্রদান করে থাকেন তার ভিত্তিতেই এই কেওয়াইসি তালিকা তৈরি করা হয়। গ্রাহকদের উদ্দেশ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে এও জানানো হয়েছে যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই TRAI -এর তরফে এই পরিষেবা লঞ্চ করা হবে। সুতরাং ট্রাই এর এই নতুন পরিষেবার ফলে আপনার কাছে যেকোন অচেনা নম্বর থেকে ফোন আসলেই আপনিও বুঝে যাবেন ফোনটি কে করছেন এবং সেটি আপনার জন্য আদৌও জরুরি কিনা।
Let’s see what kind of service they provide. They should start every Mobile plan for atleast 30 day basis instead of 28 days.