টেক নিউজ

Mobile Recharge – মাত্র 99 টাকায় চলবে সারা বছর, এক প্ল্যানেই বাজিমাত।

বিগত কয়েক বছরে মোবাইল রিচার্জের বা Mobile Recharge দাম পাল্লা দিয়ে বেড়েছে। আর সাধারন মানুষের যেখানে ২৯ টাকার রিচার্জে সারা মাস চলে যেত, সেখানে এখন ১৪৯ টাকা নুন্যতম রিচার্জ করতে হচ্ছে। কিন্তু এই মুহুর্তে বিরাট সস্তার প্ল্যান বাজারে এলো। এক নজরে দেখে নিন কি কি সুবিধা পাবেন।

ইন্টারনেট ছাড়া জীবন কীভাবে চলবে এই প্রশ্ন ভাবতে বসলে মাথায় হাত পড়বে বর্তমান জেনারেশনের। বলতে গেলে বর্তমান সময়ে ইন্টারনেট আর মানুষের সম্পর্ক অনেকটা মাছ আর জলের মতো, জল থেকে মাছকে তুলে নিলে যেমন অবস্থা হয়, ইন্টারনেট ছাড়া মানুষের অবস্থা ঠিক তেমন। অতিমারির আগে থেকেই ফোনের দুনিয়ায় বিপ্লব এনেছে রিলায়েন্স। প্রথমার্ধে তারা বেশ সস্তায় প্ল্যান দিলেও এখন তাদের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস ছোটাচ্ছে।

Mobile Recharge এ নয়া দিগন্ত, 99 টাকায় সারা বছর।

রিলায়েন্স জিও-র সাথে পাল্লা দিয়ে Airtel এর মতো টেলিকম সংস্থাগুলিও দাম বাড়াচ্ছে বাজার টিকতে। এমতাবস্থায় BSNL এর মতো সরকারি সংস্থা তাদের পরিষেবার মাধ্যমে আপনার সব সমস্যার সমাধানে তৈরি। মাত্র ৯৯ টাকায় বাজিমাত করতে পারেন সারাবছর। দেখে নিন BSNL এর ডিটেলস প্ল্যান।

BSNL লঞ্চ করলো নতুন রিচার্জ প্ল্যান। মাত্র ২২ টাকা রিচার্জে চলবে ৯০ দিন

BSNL এর পরিষেবা নিয়ে অনেকের মনের সংশয় এখন অনেকটাই কেটেছে। BSNl ও আপনাদের চমকাতে তাদের নতুন প্ল্যান (Mobile Recharge) নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। মাত্র ৯৯ টাকায় এক বছর! এই সংস্থার আরও কিছু সস্তা প্ল্যানে আসা যাক।

১১৯৮ টাকায় আপনার চলতে পারে সারা বছর। আপনার ভ্যালিডিটি রিচার্জ (Mobile Recharge) সহ মাসে ৩০০ মিনিট ফ্রী কল। ৩ জিবি ডাটা তার সাথে ৩০০ SMS পেয়ে যাবে একদম ফ্রী। জিও এসে পৃথিবীর সাথে যোগাযোগ অনেক সহজ করে তুলেছিল কিন্তু BSNL আপনার পথকে আরও বেশি মসৃণ করে দেবে।

মাত্র ৯৯ টাকায় আপনার সারা মাস চলে যাবে BSNL হাত ধরে। তা যদি আপনার অজানা থাকে তাহলে জেনে নিন এক্ষুনি। যেখানে আপনি ৯৯ টাকায় ৩০০ মিনিট ফ্রী কল, ৩ জিবি ফ্রী ডাটা, ৩০ টা SMS ফ্রীতে পেয়ে যাবেন। তাই আপনি সহজেই আপনার দ্বিতীয় সিম হিসাবে BSNL কে আগে রাখুন। আপনার পকেট বেঁচে যাওয়ার সাথে সাথে পরিষেবাও হবে নিরবিচ্ছিন্ন।

প্রত‍্যেক ঘরে Airtel 5G পরিষেবা দেবে, জলের দামে হাইস্পিড ইন্টারনেট, মহা চিন্তায় Jio VI BSNL.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *