ট্রেন্ডিং

বকেয়া ডিএ নিয়ে কর্মবিরতির ডাক দিলো সরকারি দপ্তর, বন্ধ হাসপাতাল থেকে স্কুল, চাপের মুখে রাজ্য সরকার।

রাজ্য সরকারি কর্মীরা এখনও পাননি বকেয়া ডিএ। অথচ কাজে যোগদান আবশ্যক। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন 38% হারে ডিএ। আর রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন 3% হারে ডিএ। বকেয়া ডিএ না মেলায় এবার কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের যৌথ মঞ্চ কর্মবিরতি ডাক দিল। মোট ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ এতে যোগদান করছে। কিন্তু কবে হচ্ছে?

কবে মিলবে বকেয়া ডিএ?

আজ অর্থাৎ ১ ফেব্রুয়ারি (বুধবার) পশ্চিমবঙ্গের স্কুল, হাসপাতাল ও আদালত-সহ সকল সরকারি দফতরে কর্মবিরতি পালন করা হবে। সময় দুপুর ২ থেকে বিকেল ৪টে পর্যন্ত। কলকাতা হাইকোর্টে বকেয়া ডিএ মামলা ওঠার পর রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে বকেয়া DA মেটানোর জন্য। সেই হিসেবে গত 19 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। বরং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে।

এবারের বাজেটে যে সমস্ত জিনিসের দাম বাড়ছে, জেনেশুনে আগে থেকে কিনে নিন।

রাজ্য শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল, হাইকোর্টের রায় মেনে নেওয়া সম্ভব নয়। কর্মীদের বর্ধিত হারে DA দেওয়া হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে রাজ্য। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু বকেয়া DA এর দাবিতে অটল সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীরা।

বেশ কয়েকদিন আগেই কর্মীদের ধর্মতলায় ধরনায় বসার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। বিধানসভা অভিযানের পর ২৭ জানুয়ারি থেকে ধর্মতলায় ধরনায় বসেছেন। ওই ধরনা মঞ্চ থেকেই এদিন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিলেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিরোধী দল বকেয়া DA নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনকে সমর্থন করেছে। BJP এর মুখপাত্র শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান, DA সরকারি কর্মচারীদের অধিকার। এই বঞ্চনা এতদিন ধরে চলতে পারে না। তিনি এও বলেন, সরকারের পরিবর্তিত হলে কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারী ও অবসর প্রাপ্ত কর্মীদের DA এর ব্যবস্থা করা হবে।
আগামী মাসে শীর্ষ আদালতের রায় কি হবে? এখন তার অপেক্ষা।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

পশ্চিমবঙ্গে ডিএ এর দাবীতে আজ স্কুল কলেজ সরকারী অফিস, হাসপাতালে কর্ম বিরতির ডাক, রাজ্য অচল করার হুঁশিয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *