টেক নিউজ

এবার থেকে Aadhaar Card দিয়েই করতে পারবেন এই সমস্ত জরুরী কাজ, চটপট দিখে নিন।

প্যান কার্ডের সঙ্গে Aadhaar Card লিংক করেন নি, কোন ক্ষতির মুখে পড়তে পারেন? জেনে নিন।

Aadhaar Card পরিচয়পত্র হিসেবে যেমন ব্যবহার করা যায়, তেমনই অন্যান্য জরুরি কাজেও ব্যবহার করা যায়। ব্যাংক থেকে পোস্ট অফিস টাকা সঞ্চয়ের প্রতিটি ক্ষেত্রে এই 12 সংখ্যার নম্বর কার্ড জমা দেওয়া অত্যন্ত প্রয়োজন।

ডাউনলোড করুন নিজের ডিজিটাল ভোটার কার্ড! জানুন পদ্ধতি

ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফে 12 নম্বরের এই কার্ড ইস্যু করা হয়। কিন্তু জানেন কি Aadhaar Card দিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করা সম্ভব। তাও আবার ব্যাংক ব্রাঞ্চ বা ATM এ না গিয়েই। কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।

ব্যাংক ব্যালেন্স চেক করার পদ্ধতি-
১) নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 9999*1# নম্বর ডায়াল করতে হবে।
২) 12 ডিজিটের আধার নম্বরটি বসাতে হবে।
৩) দ্বিতীয়বার ওই 12 সংখ্যার আধার নম্বর চাওয়া হবে ভেরিফাই করার জন্য। এরপর ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফে একটি SMS পাঠানো হবে। এরপরই দেখা যাবে ব্যাংক ব্যালেন্স।

জরুরি খবর, 31 মার্চ, 2023 আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার শেষ দিন। এরপর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না। এখনও যদি এই লিংক করানো না হয়ে থাকে, দিতে হবে 1000 টাকা ফাইন। তা না হলে ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে না। হাতে মাত্র 1 মাস 20 দিন বাকি।

বর্তমানে সবচেয়ে বেশি সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান কে দিচ্ছে, দেখুন তালিকা।

এরমধ্যেই এই কাজ সেরে ফেলুন। বাড়িতে বসে খুব সহয়েই এই প্রক্রিয়া তৎক্ষণাৎ সম্পূর্ণ কররে পারেবেন। কিভাবে সেই নিয়ে আমাদের এই পোর্টালে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানতে পড়তে ভুলবেন না।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *