পশ্চিমবঙ্গে 3% DA ঘোষণা, কত টাকা বাড়ছে বেতন হিসাব দেখুন।
কীভাবে দেবে DA, কী জানালো সরকার? জানুন সব তথ্য। নতুন বছরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হয়ে থাকে। চলতি বছরের শুরুতেই অর্থাৎ 1 ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর আজকে অর্থাৎ 15 ফেব্রুয়ারী (budhbar)। দুপুর 2 টোয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন। কোন কোন সুবিধা পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। বকেয়া DA কি পাচ্ছেন সরকারি কর্মীরা।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে মিলবে বার্ধক্য ভাতাও, আর DA? বিস্তারিত জানুন।
কত শতাংশ ডিএ বাড়লো? একঝলকে দেখে নিন সম্পূর্ণটা।
১) GST থেকে আয় বেড়েছে রাজ্যের তহবিলে, দাবি চন্দ্রিমার
চন্দ্রিমা ভট্টাচার্য এর। এতে করে রাজ্যের রাজস্ব বেড়েছে ২৪.৪৬ শতাংশ। ৭০ শতাংশ থেকে ৯৫% জিএসটি রিটার্ন জমা হয়েছে।
২) বানতলা চর্মশিল্প প্রকল্পে 3 লক্ষ কর্মী নিয়োগ হয়েছে। বাজেটে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পে আরো 2.26 লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় হারে DA পাবেন রাজ্য সরকারী কর্মীরা, অবশেষে পে কমিশনের রিপোর্ট জমা পড়লো।
৩) রাজ্যের সাধারণ মানুষের সাহায্যর্থে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করা হয়েছে। বিশেষত, 1.88 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দেওয়া হচ্ছে। বাজেটে ঘোষণা করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের অধীন যে সকল আবেদনকারীরা টাকা পান, তাদের ৬০ বছর পেরোলে সরাসরি বার্ধক্য ভাতা হিসেবে মাসিক ১,০০০ টাকা দেওয়া হবে।
দেশের আর্থিক বৃদ্ধির হার যেখানে 6.9%, সেই সময়ের মধ্যে রাজ্যের আর্থিক বৃদ্ধির হার হবে 8.41%, এমনটাই আশা করা হচ্ছে।
৪) চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন, গ্রামীণ সড়ক রাস্তাশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। তাতে ১১,৩০০ কোটি কিলোমিটার রাস্তার ক্ষেত্রে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৫) এছাড়া স্ট্যাম্প ডিউটিতে 2% এবং সার্কেল রেটে 10% ছাড় দেওয়া হয়েছিল। আগামী ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর ছিল। সেই সময়সীমা আরও 6 মাস বাড়ানো হল।
৬) স্টুডেন্ট ক্রেডিট কার্ডেও বাজেট বরাদ্দ করা হয়েছে। কার্ড ব্যবহারকারী (১৮ বছর থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীরা) ব্যাংকের তরফে 5 লক্ষ টাকা লোন দিতে পারবেন। ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা করা হচ্ছে, এতে করে আরো কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
৭) দেউচা পাঁচামিতে আরো 1 লাখ কর্মসংস্থান বাড়ানো হবে।
DA নিয়ে বড় খবর,
কত শতাংশ বাড়লো?
এতবছর ধরে রাজ্যের সরকারি কর্মচারীদের DA বকেয়া রয়েছে। যার জেরে আন্দোলন করে চলেছেন কর্মীরা। তবেই কি এবার বকেয়া DA পাচ্ছেন।
যদিও বাজেটে রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা 3% বাড়ানো হল। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই নিয়ম কার্যকর করা হবে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ষ্ঠ বেতন কমিশনের 3% ডিএ পাচ্ছিলেন। এবার থেকে 6% ডিএ পাবেন।
DA নিয়ে কি বক্তব্য মুখ্যমন্ত্রীর?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের ৬ষ্ঠ বেতন কমিশনের অধীন 3% ডিএ বাড়ানো হয়েছে। যাতে কোনও কর্মীর ১০০০০ টাকা বেসিক হলে ৩০০ টাকা বাড়তি ডিএ পাবেন। ৩০০০০ টাকা বেসিক হলে ৯০০ টাকার মতো বেশি বেতন পাবেন। এছাড়া রাজ্যের সরকারি কর্মীরা বিদেশ তথা ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন। ১০ বছরে একবার মালয়েশিয়ায় যেতে পারেন। এমনকি শ্রীলঙ্কায় কিংবা বাংলাদেশে বা ভুটানেও যেতে পারেন। তাছাড়া 5 বছরে একবার হলেও বাইরে যেতে পারেন।
পাল্টা কি জবাব মিলল কর্মীদের তরফে?
রাজ্য সরকারি কর্মীদের DA 3% বাড়ানো হলেও তা গ্রহণ করলেন না কর্মীরা। এ নিয়ে ঘোষণার পর তারা জানান, তারা ভিক্ষাবৃত্তি গ্রহণ করবেন না। কর্মবিরতি হবে। সন্ধ্যার মধ্যে তারিখ জানানো হবে।
পাশাপাশি রাজ্যের প্রকল্পে প্রশংসা এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাজেটে পেশে ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস প্রকল্পে দেশের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে। এছাড়া দুয়ার সরকারের 3.71 লক্ষ শিবির আয়োজন করা হয়েছে। যাতে রাজ্যের 9 কোটির বেশি সাধারণ মানুষ উপকৃত হবেন।
অবশেষে পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা, কত শতাংশ DA, কবে থেকে চালু, কত টাকা বাড়ছে বেতন?
তার সঙ্গে মিড-মে-মিল এবং ১০০ দিনের কাজে বরাদ্দ কমানো, পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তুমুল আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
শিক্ষক,শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য কি এই বিদেশে বেড়াতে যাবার সুযোগ আছে ?
এই প্রথম রাজ্য সরকারী কর্মচারীরা 3% ডি.এ পেলেন, আগে কর্মচারীরা বরাবর 15% হাউস রেন্ট পেতেন, এই সরকার সেটা 12% করে দিয়ে 3% ডি.এ দিয়েছিল।প্রকৃত অর্থেই পেকমিশনের পরে কোন ডি.এ দেয়নি। আসলে এই সরকার যে চোরদের সেটা বুকে প্লাকার্ড নিয়ে মিছিল এই সরকার আগেই স্বীকার করে নিয়েছিল। ওরা ডি.এর টাকাও চুরি করেছে।